বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ রাজনীতিতে একই সঙ্গে অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত নাম অনুব্রত মন্ডল। এবার সেই অনুব্রতই ধরা দিলেন অন্য মেজাজে। রীতিমতো দরাদরি করে কাশ্মীরি শাল কিনতে গেল তাঁকে। বোলপুরের তৃণমূল কার্যালয়েই দুই কাশ্মীরি শাল বিক্রেতা নাসির এবং বাদশার থেকে শাল কিনলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল তথা কেষ্ট।
শীতে কাশ্মীর থেকে বোলপুরে শাল বিক্রির জন্য এসেছেন নাসির এবং বাদশা। সেখানে এসেই তাঁরা তাঁদের পসরা নিয়ে হাজির হন অনুব্রত মন্ডলের কার্যালয়ে। সেখানে কালো একটি শাল পছন্দ হয় তৃণমূল নেতার। কিন্তু পছন্দ হলেই তো আর হল না, দামও ঠিকঠাক হওয়া চাই। শাল বিক্রেতারা ওই শালটির দাম বলেন ৫ হাজার টাকা। যা কিনা মোটেই পছন্দ হয়নি অনুব্রতর। অবশেষে বহু দরদামের পর ৪ হাজারেই হয় রফা। ৪ হাজার টাকার বিনিময়ে সেই কালো কাশ্মীর শালটি কেনেন অনুব্রত মন্ডল। এই শাল কেনাকাটির সময় অনুব্রত মন্ডলের পাশেই ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। শালটি নিয়ে অনুব্রত নিজের গায়ে জড়িয়ে অভিজিৎকে জিজ্ঞেস করেন কেমন লাগছে তাঁক। তাতে দরাজ প্রশংসাই করে অভিজিৎ জানান ভালোই লাগছে নতুন শাল। এতে খুশি হয়ে শালের সঙ্গে একটি গামছাও অনুব্রতকে উপহার স্বরূপ দেন ওই শাল বিক্রেতারা।
এই প্রসঙ্গে অনুব্রত জানান ওই দুই শাল বিক্রেতা তাঁর পূর্বপরিচিত। তিনি বলেন, ‘কাশ্মীরের বাসিন্দা নাসির আর বাদশা এখানে এসেছে। আমি যখন কাশ্মীর গেছিলাম তখন সেখানে ওদের সঙ্গে আলাপ হয়েছিল। এবার বোলপুরে এসে শাল বিক্রি করছে ওরা। বুঝতেই পারছেন লকডাউনে ওদের অবস্থা খারাপ। এবছর তেমন কোনো পর্যটক না যাওয়াই কোনো ব্যাবসাই হয়নি ওদের। তাই এই অবস্থায় ওদের পাশে দাঁড়াতে একটা কালো শাল কিনলাম’। ওই দুই ব্যবসায়ীকে সাহায্য করার পাশাপাশি নতুন শালের সঙ্গে উপহারে কাশ্মীরি গামছা পেয়ে যে বেজায় খুশি অনুব্রতও, তা বলাই বাহুল্য।