বাম জমানার মামলায় অনুব্রতর নাম! আগামীকালই আদালতে হাজিরার নির্দেশ কেষ্টকে

   

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে সময়টা কিছুতেই যেন ভালো যাচ্ছে না তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। একদিকে গরু পাচার মামলায় আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। এর মাঝেই এবার বাম আমলের একটি মামলার দরুণ বিধাননগর (Bidhannagar) আদালতে তলব করা হতে চলেছে কেষ্টকে। প্রোডাকশন ওয়ারেন্ট পৌঁছে যাওয়ার পাশাপাশি অনুব্রতকে বিধাননগরে নিয়ে আসার তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে খবর।

সম্প্রতি, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মেলে। একাধিক বেনামি সম্পত্তি পাওয়ার পাশাপাশি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একের পর এক কোম্পানি এবং কোটি কোটি টাকার জমির হদিশ পেয়েছে সিবিআই।

শুধু তাই নয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে অনুব্রত ঘনিষ্ঠ বহু ব্যবসায়ী এবং তৃণমূল কর্মী ও পুলিশের দিকেও নজর রয়েছে তদন্তকারী অফিসারদের। ইতিমধ্যে তাঁর দেহরক্ষী সায়গল হোসেন সহ অন্যান্য একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। সেই মুহূর্তে আবার বাম জমানার মামলায় অনুব্রতকে তলব তৃণমূল নেতার অস্বস্তি আরো বৃদ্ধি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

সিপিএম আমলে কোন মামলায় এদিন অনুব্রত মণ্ডলকে তলব করা হলো, সেই বিষয়ে এখনো স্পষ্ট ধারণা মেলেনি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলকোটে কোন এক রাজনৈতিক অশান্তি কাণ্ডে সেই সময়ে নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের আর সেই সূত্রেই বর্তমানে বিধাননগর আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে।

Untitled design 50

উল্লেখ্য, আগামীকালই আদালতে তলব করা হয়েছে কেষ্টকে। এক্ষেত্রে প্রোডাকশন ওয়ারেন্ট পৌঁছে দেওয়া হয়েছে আসানসোলের বিশেষ সংশোধনাগারে। ইতিমধ্যে সেখান থেকে অনুব্রতকে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। ফলে একদিকে যখন গরু পাচার মামলায় একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে, তার মাঝেই বাম আমলের মামলায় অনুব্রতকের তলব বর্তমান পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত করে তুলেছে বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর