পুরসভার ড্রাইভার থেকে কোটি কোটি সম্পত্তির মালিক! কেষ্ট ঘনিষ্ট বিদ্যুতের নয়া কীর্তি প্রকাশ্যে

বাংলা হান্ট ডেস্কঃ কর্মজীবন শুরু করেছিলেন পুরসভার গাড়ি খালাসি হিসেবে; পরবর্তীতে অবশ্য ড্রাইভার পদে নিযুক্ত হন তিনি। সেই ড্রাইভারের নামে বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেলো সিবিআই(CBI), যা হতবাক করে তুলেছে গোটা বাংলাকে। অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের এত বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি, তা জানতে এবার নড়েচড়ে বসলো তদন্তকারী অফিসাররা।

গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকেই তাদের হাতে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এই মামলায় সম্প্রতি নজরে আসে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নাম। বোলপুরের বুকে তাঁর নামে একের পর এক সম্পত্তির হদিশ পায় সিবিআই আর এবার সেই তালিকায় যুক্ত হল নয়া তথ্য।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, গত দুই বছরের মধ্যেই বোলপুরে মোট ৫৬০ কাঠা জমি কেনেন বিদ্যুৎ। অতীতে আরও ৩৪০ কাঠা জমির মালিক তিনি। ফলে সব মিলিয়ে বর্তমানে প্রায় ৯০০ কাঠা জমি রয়েছে বিদ্যুতের নামে। শুধু তাই নয়, তাঁর স্ত্রীয়ের নামেও একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে বলে দাবি সিবিআইয়ের।

কে এই বিদ্যুৎ? কর্মজীবনের শুরু খালাসি হিসেবে করলেও পরবর্তীতে ড্রাইভার পদে নিযুক্ত হন তিনি। এরপরেই ক্রমশ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হয়ে পড়েন বিদ্যুৎ। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডল তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি এবং টাকা-পয়সা বেশিরভাগটাই বিদ্যুৎ গায়েনের নামে রেখেছিলেন। ইতিমধ্যে তাঁর ১৬২ টি বেনামি সম্পত্তির হদিশও পেয়েছে তদন্তকারী অফিসাররা। এর মাঝেই এবার পাওয়া গেল বিপুল পরিমাণ জমির হদিশ।

Untitled design 2022 09 01T092539.168

বোলপুরের বুকে বিদ্যুৎ গায়েনের নামে মোট ৭২ টি জমির খোঁজ পাওয়া গিয়েছে, যার মূল্য বর্তমান বাজারে ৩৩ কোটি টাকার অধিক বলে জানা যায়। এক্ষেত্রে কালিকাপুর মৌজা এলাকায় ৫৭ টি জমি থাকার পাশাপাশি বোলপুর, বল্লভপুর এবং কঙ্কালীতলা এলাকাতেও একাধিক জমি রয়েছে তাঁর। তবে শুধুমাত্র তাই নয়, এছাড়াও অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা দুটি কোম্পানির ডিরেক্টর পদেও নাম রয়েছে বিদ্যুৎবাবুর। একজন ড্রাইভারের কাছে এত বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো, তা খুঁজে বের করতেই তৎপর সিবিআই আধিকারিকরা।


Sayan Das

সম্পর্কিত খবর