আবারও বিপাকে অনুব্রত মণ্ডল! এবার কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল CBI

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। সেই মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে অনুব্রত মণ্ডলের নামও। এবার আবারও অনুব্রত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে তলব করব সিবিআই। পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূল নেতা অরূপ মিদ্যাকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় জেরা করা হবে বলেই সূত্র মারফত খবর।

আজই নোটিশ দিয়ে সিবিআই জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে ওই নেতাকে। পূর্ব বর্ধমানের নেতা হলেও বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত অরূপ মিদ্যা। বর্তমানে আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তিনি। একই সঙ্গে ভালকি অঞ্চল তৃণমূলের সভাপতি পদও তাঁরই দখলে। অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছে রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায়। অনুব্রত ঘনিষ্ঠ হওয়ায় তাই এবার তলব করা হল অরূপ মিদ্যাকেও।

অন্যদিকে গরু পাচার মামলায় একাধিকবার তলব এড়ানোর পর শেষমেষ নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও একবার হাজিরা দেওয়ার পরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছ থেকে ১৫ দিনের সময় চেয়ে নিয়েছেন তিনি। একই সঙ্গে আবার কয়লা পাচার কান্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনিও অবশ্য প্রশাসনিক কাজে ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান সেই তলব। ১৫ দিনের সময় চেয়েছেন তিনিও। এরই মধ্যে এই তৃণমূল নেতাকে ডেকে পাঠালো সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও গরু ও কয়লা পাচার কান্ডে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষী সায়গাল হোসেনকে তলব করে সিবিআই। দীর্ঘক্ষণ ধরে জেরাও করা হয় অনুব্রতর এই ছায়াসঙ্গীকে। কিন্তু এর ঠিক পরেই সপরিবারে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন সায়গাল। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর শিশুকন্যার। পুরো ঘটনায় ষড়যন্ত্রের মেঘ দেখা দিলেও প্রমাণ অবশ্য মেলেনি কিছুই। যাই হোক, অনুব্রত ঘনিষ্ঠ অরূপ মিদ্যা কি হাজিরা দেবেন নিজাম প্যালেসে নাকি কোনও না কোনও অজুহাতে চোর পুলিশ খেলবেন তিনিও তাই এখন দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর