বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত মণ্ডল ফেরার পর থেকেই শিরোনামে রয়েছে বীরভূম। এবার যেমন কেষ্ট অনুগামী তথা তৃণমূলের (Trinamool Congress) পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল। শুক্রবার সকালে নানুর থানার আতকুলা গ্রামে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে।
বীরভূমে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল (Trinamool Congress)?
স্থানীয় সূত্রে খবর, থুপসরা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণখণ্ড বাসাপাড়ার ৩ নং বুথের তৃণমূল কংগ্রেস (TMC) পঞ্চায়েত সদস্য হলেন বাবলু শেখ। তিনি আতাকুলা গ্রামের বাসিন্দা। বিগত প্রায় দেড় মাস ধরে গ্রাম ছাড়া থাকার পর বৃহস্পতিবার গ্রামে ফেরেন বাবলু। পরের দিন সকালেই হামলার ঘটনা ঘটে।
জানা যাচ্ছে, তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু শেখ জেলা সভাপতি অনুব্রতর (Anubrata Mondal) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল সকালে প্রায় ২০ থেকে ২৫ জন বাইকে করে এসে তাঁর বাড়িতে হামলা চালান। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাবলুর পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে আলতাভ।
আরও পড়ুনঃ ‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে DA..,’ চলছে মহার্ঘ ভাতা মামলা, এরই মাঝে সামনে বড় আপডেট
অনুব্রত ঘনিষ্ঠ বাবলুর বাড়িতে হামলার এই ঘটনার অভিযোগ উঠেছে তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। তৃণমূল জেলা সভাপতি ঘনিষ্ঠ এই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে জেলা সভাধিপতি কাজল শেখের (Kajal Sheikh) অনুগামীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই নিয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে বাবলু শেখের পরিবার।
এদিকে এই হামলার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, কোনও অশান্তি যদি হয়, তাহলে পুলিশ প্রশাসন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। দলগতভাবে আমি খতিয়ে দেখব। তৃণমূল-তৃণমূলে মারামারি হওয়ার কোনও ব্যাপার নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য কাজল শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, বীরভূমের রাজনীতিতে তৃণমূলের (Trinamool Congress) দুই ‘হেভিওয়েট’ অনুব্রত এবং কাজলের ‘সমীকরণে’র কথা কমবেশি সকলেই জানেন। ফলে স্বাভাবিকভাবেই কাজলের অনুগামীদের বিরুদ্ধে কেষ্ট অনুগামীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠায় তা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।