‘দিলীপ ঘোষের মুখে মধু দেয়নি মা’, মমতার ‘অপমানের শোধ’ তুললেন অনুব্রত

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচার সারতে বারাণসী সফরে মমতা। বুধবার সেখানেই তাঁর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। কালো পতাকার সঙ্গে সঙ্গে ওঠে গো ব্ল্যাক স্লোগানও। আর এই ঘটনাকে নিয়েই প্রচারের মঞ্চ থেকে সরব হন মমতা। এই প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

মমতার এই বক্তব্যকে নিয়ে শুক্রবার মুখ খোলেন দিলীপ ঘোষও। এবার মমতার ‘অপমানের’ জবাবে দিলীপকে এক হাত নিলেন অনুব্রত মন্ডল। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাঁর সম্পর্কে যে ভাষা দিলীপ ঘোষ ব্যবহার করেছেন তাতে আমার মনে হয় জন্মের সময় ওর মা ওর মুখে মধু দেয়নি।’ তিনি আরও বলেন, ‘২০২১ এর বিধানসভা নির্বাচনে তো এখানে বিজেপির নেতা মন্ত্রী সকলে এসেছেন। তখন কী হয়েছে? এখন দিলীপ ঘোষ মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন ভাষা বলছেন!’

একই সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা ছাত্র আন্দোলন নিয়েও মুখ খোলেন অনুব্রত। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীতে ‘পাগল’ বলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, ‘ও একটা মস্ত বড় পাগল ভিসি। পাগল যখন, বাড়িতে ট্যাবলেট খাইয়ে রাখুক না লোকজন। আমি তো শুনলাম ওকে পাতে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়।’

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে মমতাকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘নারী কেন উনি তো বাঘিনী। বাঘিনী আবার নারী হয় নাকি? উত্তরপ্রদেশে গিয়ে ওঁর জেন্ডার চেঞ্জ হয়ে গেল? উনি তো প্রধানমন্ত্রী, রাজ্যপাল সবাইকেই কালো পতাকা দেখিয়েছেন। এবার নিজেও দেখুন কালো পতাকা। বুঝুন কালো পতাকা দেখালে কেমন লাগে। ঘরকি মুরগি ডাল বরাবর। আপনে ঘর পে কুত্তা ভি শের হোতা হ্যা। ওঁর যদি এত ক্ষমতা তাহলে সব জায়গায় আন্দোলন করুক দেখি লোকজন।’
যদিও অনুব্রতর আজকের এহেন ‘মধুর’ বাক্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি নেতার তরফে। তবে কি ‘মধুরেণ সমাপয়েৎ’ হতে চলেছে এই তরজার, নাকি আরও বাকি চাপান উতর, চোখ থাকবে সেদিকেই।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর