বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের দাপুটে তৃণমূল (Trinamool Congress) নেতাদের মধ্যে একজন তিনি। গত বছর গরু পাচার মামলায় জামিন পেয়ে বাড়ি ফেরার পর থেকেই ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। যদিও সম্প্রতি জেলা সভাপতির পদ খুইয়েছেন কেষ্ট। কিন্তু তাতে তাঁর দাপট যে একটুও কমেনি তা রবিবারের মহামিছিলে স্পষ্ট হয়ে গেল। মিছিলের সামনে পিছিনে অনুব্রতর বড় বড় কাটআউট দেখে মনে হচ্ছিল, তিনিই যেন এই কর্মসূচির ডাক দিয়েছেন।
অনুব্রতময় (Anubrata Mondal) মহামিছিলের সাক্ষী থাকল বীরভূম!
সম্প্রতি বীরভূমে জেলা সভাপতির পদ তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ৯ সদস্যের কোর কমিটির হাতে জেলার সংগঠন সামলানোর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পদ হারানোর আগে নলহাটিতে তৃণমূলের মহকুমা স্তরের সভা ডেকে সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে মহামিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত। কোর কমিটিকে উপেক্ষা করে তাঁর সেই কর্মসূচির ডাক দেওয়া নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় বলে খবর। এরপরেই জানা যায়, পদ খুইয়েছেন কেষ্ট।
পরবর্তীতে চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডেকে অনুব্রতর কর্মসূচিকে মান্যতা দেন। সেই অনুযায়ী গতকাল বিকেলে রামপুরহাট শহরে মহামিছিল হয়। মিছিলে হাঁটেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হুডখোলা গাড়িতে দেখা যায় যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে (Kajal Sheikh)। আগে আগে ছিল অনুব্রতর গাড়ি। সেখানে ছিলেন লাভপুরের বিধায়ক রানা সিং ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অন্যদিকে কাজলের গাড়িতে ছিলেন জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল।
আরও পড়ুনঃ ‘বাংলার পরিবেশ অন্য রকম, এখানে বিশেষ দাওয়াই লাগবে’! কমিশনের কাছে কী আর্জি জানালেন শুভেন্দু?
জানা যাচ্ছে, গতকালের মিছিলে তৃণমূলের কর্মীরা অনুব্রতর নেতৃত্বে লড়াইয়ের স্লোগান তোলেন। সেই সঙ্গেই মিছিলের সামনে পিছনে দেখা যাচ্ছিল কেষ্টর বড় বড় কাটআউট। পদ হারালেও কর্মী, সমর্থকদের মধ্যে তৃণমূল (TMC) নেতার জনপ্রিয়তা যে অটুট রয়েছে সেটা কার্যত পরিষ্কার হয়ে যায়।
মিছিল শেষে মঞ্চে না উঠে দলীয় কার্যালয় হয়ে বোলপুর চলে যান অনুব্রত। আশিস বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার ডাক দিলেও তাতে কর্ণপাত করেননি কেষ্ট। এই নিয়ে আশিস বলেন, ‘অনেক মানুষ এসেছিলেন। মানুষের চাপে উনি আসতে পারেননি। তবে আমাদের মিছিল সর্বাত্মক’। অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমার পাঁচ জন বিধায়ক ও ব্লক সভাপতিদের ধন্যবাদ জানান অনুব্রত। সেই সঙ্গেই দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারাই দলের সম্পদ। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে এসেছেন, তার জন্য ধন্যবাদ জানাই’।
জানা যাচ্ছে, এদিনের মহামিছিল নিয়ে রামপুরহাট শহরে কোর কমিটির তরফ থেকে যে ব্যানার দেওয়া হয়েছিল, সেখানে জেলার কোর কমিটির সদস্যদের ছবি ছিল। তবে আইএনটিটিইউসির তরফ থেকে অনুব্রতর কাট আউটে গোটা শহর ছেয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বীরভূম তো বটেই, গোটা রাজ্যে তৃণমূলের ‘বাহুবলী’ নেতাদের মধ্যে একজন হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন নিজের এলাকা থেকে দূরে থাকলেও দলের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মনে নিজের স্থান ধরে রেখেছেন কেষ্ট। গতকালের মিছিলে একথা যেন ফের একবার প্রমাণ হয়ে গেল।