বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এরপর তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও গ্রেফতার করা হয়েছিল। এর আগে একাধিকবার ED অনুব্রত কন্যা সুকন্যাকে একাধিকবার জেরার জন্য দিল্লি ডেকে পাঠিয়েছিল। কিন্তু সুকন্যা হাজিরা এড়িয়ে যান। এদিন সুকন্যা হাজিরা দিতে যাওয়ার পর তাঁকে গ্রেফতার করে ED।
উল্লেখ্য, সুকন্যার সম্পত্তির উৎস নিয়ে ইডি এর আগে বেশ কয়েকবার তাঁকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল। একজন স্কুল শিক্ষিকার এত সম্পত্তি হয় কী করে, তা নিয়ে ধন্দে ছিলেন তদন্তকারীরা। পাশাপাশি তিনি স্কুল শিক্ষিকাও বা হলেন কীভাবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। বারবার ইডি ডাকা স্বত্বেও সুকন্যা হাজিরা দেন নি। কিন্তু এবার হাজিরা দিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র অনুযায়ী, বুধবার সকালে সুকন্যাকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। তলব অনুযায়ী হাজিরাও দিয়েছিলেন তিনি। কিন্তু তদন্তকারীদের সহযোগিতা করেন নি বলেই জানা গিয়েছে। এরপরই গরু পাচার মামলায় সুকন্যাকে গ্রেফতার করে ED।