বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎ বেজায় অসুস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার দিল্লির তিহাড় জেল থেকে জিবি পন্থ হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয় নেতাকে। জানা গিয়েছে, শরীর আগের থেকেও খারাপ হচ্ছে অনুব্রতর। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ, লিভার খারাপ সহ একাধিক সমস্যায় জর্জরিত তিনি। এমনকী দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে কেষ্টকে। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় বিভিন্ন সমস্যা ধরা পড়েছে তার।
জেল সূত্রে খবর, ক্রমশই নেতার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জেলে ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন না, সামান্য ডাল–তরকারি দিয়ে দেড় খানা রুটি খাচ্ছেন মাত্র। অন্যদিকে, একাধিক রোগের জন্য ওষুধ খাচ্ছেন। খাবার শরীরে না যাওয়ায় দুর্বলতা বাড়ছে, তাতে শরীর ভেঙে যাচ্ছে।
গরু পাচার মামলায় সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বর্তমানে তিনিও রয়েছেন তিহাড়ে। জেলে মেয়ের সঙ্গে দু’দিন আগেই কিছুক্ষন কথা হয় কেষ্টর। মেয়েকে বন্দি অবস্থায় দেখার পর থেকেই আরও ভেঙে পড়েন অনুব্রত। প্রসঙ্গত, সুকন্যার সঙ্গে দেখা করেই কেষ্ট বলেছিলেন, ‘তোর দিল্লি আসা উচিত হয়নি।’
সুকন্যার গ্রেফতারির পরই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অনুব্রত। বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করা কোনো বাহাদুরির কাজ হয়নি। আসলে জেলে মেয়ের উপস্থিতি কার্যত মেনে নিতে পারছেননা অনুব্রত। তাই শোকে-ক্ষোভে খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। আর তাতেই ধীরে ধীরে শরীরের এই হাল।
প্রসঙ্গত, দুদিন আগে মেয়ে সুকন্যার সঙ্গে যেদিন দেখা হয়েছিল বাবা অনুব্রতর সেদিনই কেঁদে ফেলেছিলেন অনুব্রত। চোখে জল নিয়েই মেয়েকে বলেছিলেন, ‘চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।’ তবে বাবার হঠাৎ অসুস্থতায় চিন্তা বাড়লো সুকন্যার। সুকন্যা তিহাড়ে আসার পর থেকেই নিয়মিত অনুব্রতর স্বাস্থ্যের খোঁজ নিতেন। বাবাকে সময় মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতেন সুকন্যা। তবে ওষুধেও হলনা কাজ। হাসপাতালে ভর্তি তৃণমূলের অনুব্রত মণ্ডল।