বড় খবরঃ বেকসুর খালাস অনুব্রত! তথ্যপ্রমাণ মিলল না কেষ্টর বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বেকসুর খালাস হলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দীর্ঘদিন ধরে চলা মামলায় শেষ পর্যন্ত বেকসুর খালাস করা হলো কেষ্টকে।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে। বাম জমানায় মঙ্গলকোট বিস্ফোরণে সর্বপ্রথম নাম আসে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। একইসঙ্গে আরো ১৪ জন অভিযুক্ত ছিল এই মামলায়। তবে এদিন প্রধানত তথ্যপ্রমাণের অভাবেই উক্ত ১৪ জনসহ অনুব্রতকেও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস করলো আদালত।

সম্প্রতি, বিধাননগরের এমপি এমএলএ আদালতে উক্ত মামলাটির শুনানি স্থানান্তরিত হয়। গত ১ লা সেপ্টেম্বর আদালতে হাজিরাও দেন অনুব্রত। এদিন ফের একবার আসানসোল জেল থেকে বিধাননগর আদালতে নিয়ে আসা হয় কেষ্টকে। তবে শেষ পর্যন্ত মঙ্গলকট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস করা হলো তাঁকে।

উল্লেখ্য, বর্তমানে গরু পাচার মামলায় আসানসোল জেলে রয়েছেন তৃণমূল নেতা। তবে এর মাঝেই মঙ্গলকোট বিস্ফোরণ মামলার শুনানি চলার কারণে আসানসোল জেল থেকে বিধাননগর আদালতে নিয়ে আসা হয় তাঁকে। তবে শেষ পর্যন্ত এদিন বড়সড় স্বস্তি পেলেন অনুব্রত।

25anubrata

২০১০ সালে ৫ ই মার্চ মঙ্গলকোট থানা সংলগ্ন মল্লিকপুর গ্রামে একটি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। ওই ঘটনায় কেবুলাল শেখ নামে এক ব্যক্তি জখম হন। পরবর্তীতে পুলিশের তদন্তে উঠে আসে অনুব্রত মণ্ডল সহ আরো অনেকের নাম। উল্লেখ্য, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এক্ষেত্রে বাম পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ একাধিকবার সামনে আনেন অনুব্রত আর এদিন সেই মামলাতেই অবশেষে বেকসুর খালাস হলেন তিনি।

Sayan Das

সম্পর্কিত খবর