বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়েছে বিধানসভা উপনির্বাচন অন্যদিকে আবার ২০২১ এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ধীরে ধীরে প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের দলগত স্বার্থকে আরো বাস্তবায়িত করতে উঠে-পড়ে লেগেছেন। ঠিক তেমন ভাবেই বীরভূম জেলা তৃণমূল এর তরফ থেকে সংগঠনকে আরো দৃঢ় করতে বিধানসভা নির্বাচনের জন্য বুথ ভিত্তিক সম্মেলন করা হচ্ছে৷ নলহাটির বিধানসভায় সম্প্রতি এই সম্মেলন হয়েছে৷ এই সম্মেলনে এদিন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন। নলহাটি হরিপ্রসাদ হাই স্কুলের সামনে আয়োজন করা হয় এই সম্মেলন। তৃণমূল জেলা সভাপতির মুখে CPIM -এর প্রশংসা শোনা গেল৷
এদিনের সম্মেলন থেকে অনুব্রত মণ্ডল মন্তব্য করে বলেন, “নিজেদের ভোট তৈরি করে নেবে সিপিআইএম৷ ৩৫ বছর ধরে রাজনীতিতে খেলোয়াড় ছিলেন তারা৷ ওরা কি ভোট তৈরি করবে না?”৷ দিন দিন এগিয়ে আসা ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যাতে বিজেপিকে রুখে দেওয়া যায় তার জন্য এবার সিপিআইএম ভোটব্যাংকে আয়ত্তে আনতে চাইছেন অনুব্রত৷ শুধু তাই নয় এর সাথে সাথে বীরভূম জেলা সভাপতি উপদেশ দিয়ে তৃণমূলের প্রতিটি অঞ্চল সভাপতি কে সিপিআইএম কর্মীদের দলে আনার কথা বলেন৷ অনুব্রতর কথায়, “দেখে নেবেন বিধানসভায় লড়াই সিপিআইএমের সাথেই হবে। CPI(M) লোক চাইলে দেব। নলহাটির নেতাদেরকে বলে দেবো যে সিপিআইএম কে লোক পাঠাও।” একেবারে অন্যরকম তালে এভাবেই সিপিআইএমকে কে পাশে পেতে বার্তা দিলেন অনুব্রত৷
গত লোকসভা নির্বাচনের পর রাজ্যে অনেকটাই শক্তি ক্ষয় হয়ে ছিল তৃণমূলের৷ অন্যদিকে আবার নিজেদের শক্তি আরো বাড়িয়ে উঠে এসেছিল বিজেপি৷ এরকম পরিস্থিতিতে বঙ্গ রাজনীতিতে পোড় খাওয়া CPI(M)-কে পাশে পেতে মরিয়া তৃণমূল৷