বাংলা হান্ট ডেস্ক: ফের NRC নিয়ে বোমা ফাটালেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সাফ কথা পশ্চিমবঙ্গে NRC করার ক্ষমতা কারও নেই। দলিল, পরচা কিছু দরকার নেই শুধু জমি থাকলেই হবে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই অসমে প্রকাশ করা হয়েছে NRC৷ যে তালিকা থেকে বাদ দেওয়া হয় ১৯ লাখ নাগরিকের নাম৷ এই ঘটনার পর থেকেই প্রতিনিয়ত ও আতঙ্কে ভুগছেন অসমবাসী৷ অতিসম্প্রতি বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিচ্ছে যে পশ্চিমবঙ্গেও নাকি চালু করা হবে এই NRC৷ এরপর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতাদের বার বার হুমকি দিতে দেখা গেছে গেরুয়া শিবির কে৷ এর আগেও বিজেপির বিরুদ্ধে গলা চড়িয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ আজ সাংবাদিকদের সামনে তিনি বলেন, “NRC রুখব৷ আর কেউ যদি ভাবে মস্তানি করবে তাহলে গোরু-ছাগলের মতো পেটাবে৷”
উল্লেখ্য, বোলপুরের বাহিরী গ্রামে তৃণমূলের একটি সভা আয়োজন করা হয়েছিল৷ এই সভায় উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সভা শেষ হয়ে যাওয়ার পরে অনুব্রত মন্ডল এর কাছ থেকে NRC নিয়ে দলের পদক্ষেপ জানতে চাওয়া হয়, এই প্রসঙ্গে তিনি বলেন, “NRC রুখব৷ আন্দোলন কিভাবে করতে হয় মমতা ব্যানার্জির মতন একজন ভদ্রমহিলা খুব ভাল করেই জানেন৷ বাম আমলে প্রচণ্ড মার খাওয়া সত্বেও কিন্তু তিনি আন্দোলন থেকে সরে যাননি৷ তাই NRC কীভাবে রুখতে হয়, সেটাও মমতা ব্যানার্জি জানেন৷”
এদিন অনুব্রত মণ্ডল আরো বলেন, “কেউ যদি মস্তানি করে, যা মন চায় তাই করে, তাহলে কেউ ছাগলের মতো পেটাবে৷ কেউ গোরুর মতো পেটাবে৷ আর রাস্তা অবরোধ করলে কুকুর পেটার মতোন পিটিয়ে দেবে৷” কিন্তু তাদেরকে কারা মারবে অনুব্রত কে এই প্রশ্ন করা হলে, উত্তরে অনুব্রত বলেন, “কে মারবে তখন দেখা যাবে৷ যদি ক্যামেরা থাকে তাহলে দেখতে পাবেন৷ আর যদি ক্যামেরা না থাকে তাহলে দেখতে পাবেন না৷”