‘NRC নিয়ে বেগড়বাই করলে গরু ছাগলের মতন পেটানো হবে’ : বিস্ফোরক অনুব্রত

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কিছুদিন আগেই অসমে প্রকাশ করা হয়েছে NRC৷ যে তালিকা থেকে বাদ দেওয়া হয় ১৯ লাখ নাগরিকের নাম৷ এই ঘটনার পর থেকেই প্রতিনিয়তই আতঙ্কে ভুগছেন অসমবাসী৷ অতিসম্প্রতি বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিচ্ছে যে পশ্চিমবঙ্গেও নাকি চালু করা হবে এই NRC৷ এরপর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতাদের বার বার হুমকি দিতে দেখা গেছে গেরুয়া শিবির কে৷ সম্প্রতি এবার বিজেপির বিরুদ্ধে গলা চড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ আজ সাংবাদিকদের সামনে তিনি বলেন, “NRC রুখব৷ আর কেউ যদি ভাবে মস্তানি করবে তাহলে গোরু-ছাগলের মতো পেটাবে৷”

ch

আজ বোলপুরের বাহিরী গ্রামে তৃণমূলের একটি সভা আয়োজন করা হয়৷ এই সভায় উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, সহ সভাপতি অভিজিৎ সিংহ সহ আরো অনেকে৷ এখানে এসেই মঞ্চে ভাষণ দিতে উঠে, জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের কাজ করে দিলে তবেই তারা মনে রাখে৷ তারা বেইমান নয়৷ আমরা বেইমান৷ তাই মানুষ মমতা ব্যানার্জিকে ঠকাবে না।” শুধু তাই নয় দলের প্রাক্তন অঞ্চল সভাপতি জহর হাজরাকে আক্রমণ করেন অনুব্রত, তিনি বলেন, সাধারণ গরিব মানুষগুলো টাকা মেরে নিয়েছে৷ একদম ছাড়বেন না৷ ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ কড়ায় গণ্ডায় হিসাব মিলিয়ে নেবেন৷ সাধারণ মানুষের পয়সা নেওয়ার অধিকার কারও নেই৷”

এদিন সভা শেষ হয়ে যাওয়ার পরে অনুব্রত মন্ডল এর কাছ থেকে NRC নিয়ে দলের পদক্ষেপ জানতে চাওয়া হয়, এই প্রসঙ্গে তিনি বলেন, “NRC রুখব৷ আন্দোলন কিভাবে করতে হয় মমতা ব্যানার্জির মতন একজন ভদ্রমহিলা খুব ভাল করেই জানেন৷ বাম আমলে প্রচণ্ড মার খাওয়া সত্বেও কিন্তু তিনি আন্দোলন থেকে সরে যাননি৷ তাই NRC কীভাবে রুখতে হয়, সেটাও মমতা ব্যানার্জি জানেন৷ আর কেউ যদি মস্তানি করে, যা মন চায় তাই করে, তাহলে কেউ ছাগলের মতো পেটাবে৷ কেউ গোরুর মতো পেটাবে৷ আর রাস্তা অবরোধ করলে কুকুর পেটার মতোন পিটিয়ে দেবে৷” কিন্তু তাদেরকে কারা মারবে অনুব্রত কে এই প্রশ্ন করা হলে, উত্তরে অনুব্রত বলেন, “কে মারবে তখন দেখা যাবে৷ যদি ক্যামেরা থাকে তাহলে দেখতে পাবেন৷ আর যদি ক্যামেরা না থাকে তাহলে দেখতে পাবেন না৷”

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর