দোলে কেষ্টর প্রাতরাশে কচুরি, ছোলার ডাল, রাজভোগ! ৯৯৫-র বিল মিটিয়ে উধাও যুবক

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর গ্রেফতার হয়েছিলেন রাখির দিন। আর এ বছর দোলের দিন বাংলা থেকে আপাতত বিদায় নিতে হবে ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। দোলের দিনই দিল্লি পৌঁছে যাচ্ছেন কেষ্ট। এদিন কলকাতা যাওয়ার পথেই বর্ধমানের শক্তিগড়ে (Shaktigarh) কনভয় থামিয়ে প্রাতরাশ (Breakfast) সারলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। এরপর আবার কনভয় রওনা দেয় জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশে।

প্রসঙ্গত, ল্যাংচার জন্য বাংলা বিখ্যাত শক্তিগড়। তাই সেখান দিয়ে যাওয়ার পথে ল্যাংচার লোভ সামলাতে পারবে এমন মানুষ হয়তো পাওয়া দুস্কর। দোলের দিন সকালে কেষ্টকে নিয়ে কলকাতার উদ্দেশে যাওয়ার সময় হঠাৎই শক্তিগড়ের একটি খাওয়ার দোকানে দাঁড়িয়ে পড়ে জেলবন্দি নেতার গাড়ি। কড়া পুলিশি নিরাপত্তায় দোকানের ভিতরে ঢোকেন অনুব্রত। অর্ডার দেওয়া মাত্রই পাতে পরে কিছু খাবার।

   

কী কী ছিল কেষ্টর প্রাতরাশের মেনুতে? জানা গিয়েছে, চারটি করে কচুরি, সঙ্গে ঘন ছোলার ডাল। শেষপাতে ল্যাংচা এবং রাজভোগ খেয়েছেন কেষ্ট। জল খেয়ে, মুখ মুছে কেষ্ট আবার গিয়ে বসেন পুলিশের গাড়িতে। এরপর ফের কনভয় রওনা দেয় কলকাতার উদ্দেশে। অনুব্রতের পাতে চারটে কচুরি দেওয়া হলেও তিনি তিনটে খান।

কে মেটালো বিল? দোকান সূত্রে খবর অনুব্রতর খাওয়াদাওয়ার, মোট বিল হয়েছিল ৯৯৫ টাকা। তবে কে মেটালো সেই টাকা? জানা গিয়েছে প্রাতরাশ সারার সময় অনুব্রতর টেবিলে আরও দু’জন যুবক বসে ছিলেন। সেই দু’জনের সঙ্গে কথাও বলেন অনুব্রত। কেষ্টর টেবিলের সামনের চেয়ারেই বসেছিলেন গেঞ্জি পরা এক যুবক। আর পাশে বসেছিলেন সবুজ পাঞ্জাবি পরা আরেক এক যুবক। দোকান সূত্রে খবর ওই যুবকই দোকানের বিল মেটান। নিজের থেকে একটা কচুরিও ওই যুবকের পাতে উঠিয়ে দেন যুবক।

anubrata

কে এই দুই যুবক? কী পরিচয় তাদের! এই নিয়েই জমেছে ধোঁয়াশার কালো মেঘ। এদিন অনুব্রত বেরিয়ে যাওয়ার পর দোকানের এক কর্মী বলেন, ‘‘অনুব্রত মণ্ডলকে চারটি কচুরি এবং ছোলার ডাল দেওয়া হয়েছিল। তার পর স্পেশাল ল্যাংচা এবং রাজভোগ। আমাদের দোকানে উনি আগেও এসেছেন। ঝালমুড়ি আর লাল চা খেতে ভালবাসেন। কিন্তু আজ আর চা খাননি। সুগার বেশি তো!’’

আজ সকাল থেকে দাপুটে নেতা অনুব্রতকে খানিক মনমরা দেখাচ্ছিল বলেই খবর মিলেছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কেষ্টকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে গেছে পুলিশ। সেখানে নেতার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ফিটনেস সার্টিফিকেট মিললে দোলের দিনই অনুব্রতকে নিয়ে বিমানে দিল্লির উদ্দেশে পাড়ি দেবে ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর