বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার বিপত্তিতে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। গত কয়েকদিন ধরে তিনি শিরোনামে রয়েছেন। বীরভূম জেলার রামপুরহাট অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য করার জন্য শিরোনামে এসেছিলেন তিনি। এমনকি দলের একটা বড় অংশও পরোক্ষে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার মন্তব্যের কারণে। সেই বিতর্কের রেশ কাটার আগেই ফের বিপাকে তিনি।
মনে করা হচ্ছিল হাইকোর্টে গরুপাচার কাণ্ডে তার বিপক্ষে রায় শোনাবেন। সেই আশঙ্কা সত্যি করে রায় ঘোষণা করলো হাইকোর্ট এবং এখন এর একবার বীরভূমের তথাকথিত মুকুটহীন সম্রাটকে ডাক পাঠিয়েছে সিবিআই (Central Bureau of Investigation). গরুপাচার মামলায় আগামী ৬ই এপ্রিল বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হুকুম করা হয়েছে বলে সিবিআই জানিয়েছে।
এমন তলব অবশ্য অনুব্রতর কাছে নতুন কিছুই নয়, কিন্তু এর আগে প্রতিবারই এক আজব শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল ব্লক সভাপতি। এবারও একই নাটক করেন কিনা সেটা জানতে উৎসুক সকলে। বিশেষ সূত্র মারফত জানা এবার সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে অনুব্রতকে যেতেই হবে, এমনটাই জানিয়েছিল হাইকোর্টের বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, গরু পাচার কান্ড নিয়ে জারি হওয়া মামলায় এর আগে মোট চারবার অনুব্রতকে তলব দিয়েছিল সিবিআই। কিন্তু প্রত্যেকবারই গ্রেফতার হতে পারেন সেই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের কাছে বিচার চান তিনি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়। এই অবস্থায় সিবিআইয়ের কাজে বাধা সৃষ্টি করার এক্তিয়ার তাদের নেই বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি।