বাংলা হান্ট ডেস্ক : কয়েকদিন আগেই বিজেপির তরফে তৃণমূলের 60 জন বিধায়ক নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করেছে বলেই সুর ছড়ানো হয়। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একপ্রকার তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু এবার সৌমিত্র খাঁকে রীতিমতো কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল।
রবিবার বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর 60 জন তৃণমূল বিধায়কের নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনের বিষয়টি নিয়ে কটাক্ষ করে এই কথাটা আরও একজনও বলতে শুনেছি, 2015 সাল থেকে কথাটা শুনে আসছি ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেন। যদিও এখানেই থেমে থাকেন নাই 80 জন বলছেন কেউ কেউ, তাই আজ 2019 চাল হয়ে গেলেও সেই পুরনো ঢোলের বাজনা বেজে আসছে। নতুন কিছু আছে? এমন প্রশ্ন তুলে 80,90,60 পরে নতুন বাজনা এনেছে কি!
এমনটাই মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। বীরভূমের সাঁইথিয়া ব্লকের মুরাডিহি কলোনির সূর্য সেনের মাঠে তৃণমূলের সভা থেকে প্রকার বিরোধীদের বিরুদ্ধে গর্জে ওঠেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থন করেছেন রাজ্যের শাসক শিবিরের ষাট জন বিধায়ক তাই তাঁরা নাকি তৃণমূল ছাড়তে প্রস্তুত এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
পাশাপাশি তিনি আরও জানালেন এই 60 জন বিধায়কদের মধ্যে প্রভাবশালী মন্ত্রীরাও রয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের পাশাপাশি সমর্থন এসেছে রাজ্য থেকেই।নিবারই ময়ূরেশ্বরের একটি সভায় যোগ দিতে গিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, মুখ্যমন্ত্রীর দলের ষাট জন বিধায়ক নাকি নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করে বিজেপিতে ভিড়তে চাইছে। পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি এই বিধায়করা কাজ করতে পারছেন না এমনটাও অভিযোগ তুলেছেন তিনি।