বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর পুজোর আগে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বীরভূমের ‘বাঘ’ ফিরতেই সেখানকার রাজনৈতিক সমীকরণ কীভাবে বদলাবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই আবহে সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, বিজয়াতেই ‘সেকেন্ড ইনিংস’ শুরু করতে চলেছেন তিনি।
কবে কামব্যাক করছেন অনুব্রত (Anubrata Mondal)?
প্রথমে শোনা গিয়েছিল, কালীপুজোর পর ফের সক্রিয় রাজনীতিতে ফিরবেন। তবে এখন জানা যাচ্ছে, অতদিন অবধি অপেক্ষা করতে হবে না। তার আগেই কামব্যাক করবেন কেষ্ট। সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিজয়ার পরেই স্বমহিমায় হাজির হতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোড়।
রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বীরভূমের মুরারইতেই অনুব্রতর সেকেন্ড ইনিংস শুরু হতে পারে। তৃণমূলের (Trinamool Congress) অন্দরে তেমন খবরই শোনা যাচ্ছে। সেখানে দলের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান রয়েছে। সেখানেই মঞ্চে দেখা যেতে পারে কেষ্টকে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বৃদ্ধির পর সরকারি কর্মীদের আরও বড় সুখবর! ধন্য ধন্য করছে সকলে
এদিকে অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূমের (Birbhum) রাজনীতিতে একাধিক পরিবর্তন এসেছে। কেষ্ট না থাকলেও তাঁর জেলা সভাপতি পদে কাউকে বসানো হয়নি। বীরভূম জেলায় সব কাজ সামলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি। সেখানকার সব গোষ্ঠীর সমম্বয়ে তৈরি এই কমিটি চব্বিশের লোকসভা ভোটে কেষ্টর অভাব বুঝতে দেয়নি। অনুব্রত না থাকলেও ভোট যুদ্ধে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস।
একদা মনে করা হতো, অনুব্রতর ‘গড়’ বীরভূম। তিনি ছাড়া তৃণমূলের লড়াইটা সহজ হবে না। তবে এবারের লোকসভা ভোটের রেজাল্ট বেরনোর পর সেই ধারণায় খানিক বদল এসেছে। কেষ্টকে (Anubrata Mondal) ছাড়াই ছক্কা হাঁকিয়েছে জোড়াফুল শিবির। এই পরিপ্রেক্ষিতে ফের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন অনুব্রত। তাঁর এই নয়া ইনিংস কেমন হবে? তাঁর দাপট কতখানি থাকবে? আপাতত সেদিকেই নজর সকলের।