‘বাঘ’ আসছেন! অনুব্রত বোলপুরে পা রাখার আগেই যা করছে TMC কর্মীরা… শুনলে থ হবেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিন পেয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মেয়ের জেলমুক্তির কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরছেন কেষ্ট। তাই এখন সাজো সাজো রব বোলপুরের সিউড়ির নিচুপট্টির বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। ঝুল ঝাড়া থেকে চেয়ার পালিশ, জোরকদমে চলছে সব কাজ।

  • সোমেই দিল্লি থেকে রওনা দিতে পারেন কেষ্ট (Anubrata Mondal)

কানাঘুষো শোনা যাচ্ছে, আগামীকাল রাতেই রাজধানী থেকে কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন অনুব্রত। সোমবার রাতেই বিমানের টিকিটের বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তিহাড় থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দরের আসবেন তৃণমূল (Trinamool Congress) নেতা। এরপর সেখান থেকে বিমানে চেপে সোজা কলকাতা।

  • অনুব্রত আসার আগেই বাড়ি-পার্টি অফিসের ‘ভোলবদল’

সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মঙ্গলবারই বীরভূমে চলে আসবেন কেষ্ট। তার আগে এখন তৃণমূল নেতার বাড়ি, পার্টি অফিসের ‘ভোলবদল’ চলছে। এতদিন অনুব্রত (Anubrata Mondal) না থাকায় তালাবন্ধ অবস্থায় পড়েছিল তাঁর বাড়ি। রবিবার সেখানে সাফসাফাই হয়েছে। সেই সঙ্গেই ঝাড়াপোছ চলছে পার্টি অফিসের ভেতরেও।

আরও পড়ুনঃ ‘দুয়ারে উদ্যম’ নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের, তুমুল শোরগোল

গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার আগে এই পার্টি অফিসেই বসতেন তৃণমূল (TMC) নেতা। তিনি বাড়ি ফেরার আগে সেই জায়গায় ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এই প্রসঙ্গে সদর তৃণমূল সহ সভাপতি জানান, ঝুল-নোংরা একেবারেই পছন্দ করেন না কেষ্ট। সেই কারণে তিনি ফেরার আগেই সবটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে।

Anubrata Mondal

জানা যাচ্ছে, অনুব্রতর (Anubrata Mondal) বসার চেয়ার থেকে শুরু করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সব কিছু মোছা হচ্ছে। তৃণমূল নেতার বাড়িতে তাঁর আরাধ্য দেবতা ভোলানাথের ছবিও ভালো করে পরিষ্কার করা হয়েছে বলে খবর। সেই সঙ্গেই বদলানো হয়েছে ঘরের জানলা-দরজার পর্দা।

এদিকে পার্টি অফিসের ভেতরেও সাজো সাজো রব। গ্রেফতার হওয়ার আগে অনুব্রত যেভাবে নিজের ঘর সাজিয়ে রাখতেন, ঠিক সেভাবেই ফের সবটা সাজিয়ে তোলা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে সদর তৃণমূল সহ সভাপতি বলেন, ‘এই ঘরে এসে দাদা বসতো। সেই কারণে আমাদের কর্মীরাই হাত লাগিয়েছে। যাতে নতুন করে ঘরটা ফের সেজে ওঠে। দাদার চেয়ার পালিশ করা হচ্ছে, পর্দা পরিষ্কার করা হচ্ছে’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X