বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের ‘বাঘে’র জেলমুক্তি হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। পুজোর আগেই বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এবার শোনা যাচ্ছে, সোমবার তথা আজ এক মঞ্চে দেখা যেতে পারে কেষ্ট এবং কাজল শেখকে। সিউড়ি ২ নং ব্লকের পুরন্দরপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দু’জনেই আসতে রাজি হয়েছেন বলে খবর।
দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে কেষ্ট (Anubrata Mondal)-কাজল?
অনুব্রতর সঙ্গে কাজলের ‘সমীকরণে’র কথা অনেকেই জানেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর দলীয় দপ্তরে দু’জনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে বিজয়া সম্মেলনীর মঞ্চে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। গত ৪ দিনে ৯টি বিজয়া সম্মেলনী হয়েছে। তবে একটিতেও একসঙ্গে দেখা যায়নি বীরভূমের তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি এবং জেলা সভাধিপতিকে।
সিউড়ি ২ নং ব্লকের আজকের সভা জোড়াফুল শিবিরের জেলা থেকে প্রকাশিত লিস্টে ছিল না। বরং বিকেল ৩:৩০ নাগাদ, প্রায় একই সময়ে সিউড়ি ১ ব্লকের সভায় থাকার কথা ছিল অনুব্রতর (Anubrata Mondal)। ফলে স্বাভাবিকভাবেই এই সভা নিয়ে জটিলতা বাড়তে থাকে।
আরও পড়ুনঃ দেবাশিস-অনিকেতের বিরুদ্ধে FIR, কিঞ্জলের বিরুদ্ধে নয়! কুনালের মন্তব্যের পাল্টা দিলেন কিঞ্জল নিজে
রিপোর্ট অনুযায়ী, সিউড়ি ২ নং ব্লকের পুরন্দরপুরে বিজয়া সম্মেলনীর বিষয়ে অনড় থাকেন ব্লক সভাপতি নুরুল শেখ। শেষ অবধি রাজ্যের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় কর্মসূচির কথা ঘোষণা করে কোর কমিটি। সেখানে আজ বিকেল ৩টে নাগাদ পুরন্দরপুরে কেষ্টর হাজির থাকার কথা।
এছাড়া পুরন্দরপুরের ওই মাঠ থেকেই তৃণমূল (TMC) নেতা অনুব্রতর রাজনৈতিক জীবনের সূচনা। এই বছর মুরারই থেকে বিজয়া সম্মেলনী শুরু করেছেন। তবে মনে করা হচ্ছে, পুরন্দরপুরে নিজের পয়া মাঠে একবার হলেও আসবেন তিনি। একইসঙ্গে নুরুল ইসলামও হাজির থাকবেন বলে খবর।
নুরুল একাধারে যেমন অনুব্রতর (Anubrata Mondal) কাছের বন্ধু, আন্দোলনের সাথী, তেমনই আবার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। বর্তমানে সেই পরিষদের নেতা কাজল শেখ। সেই কারণে নিজের সহযোগীর সভায় আসবেন বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, বোলপুর থেকে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে পুরন্দরপুরের সভায় আসবেন তিনি। যদিও কেষ্ট এবং কাজল একসময়ে সভায় থাকবেন কিনা, দু’জনকে একত্রে দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।