অনুব্রত ফিরতেই খেলা শুরু! নানুরে যা হচ্ছে… বিরাট চাপে তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি পুজোর আবহে ‘ঘর ওয়াপসি’ হয়েছে তাঁর। মেয়ে সুকন্যাকে নিয়ে ফের বীরভূম ফিরেছেন তিনি। এর কয়েকদিনের মাথায় সামনে এল কাজল-কেষ্ট (Anubrata Mondal) গোষ্ঠী সংঘর্ষের খবর। শাসকদলের এই গোষ্ঠীদ্বন্দ্বে তেতে উঠল নানুর।

  • অনুব্রত (Anubrata Mondal) ফিরতেই নানুরে গোষ্ঠীদ্বন্দ্ব!

বীরভূমের রাজনীতির দুই হেভিওয়েট হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ (Kajal Sheikh)। দু’জনের সমীকরণের কথা কারোর অজানা নয়। এবার এই দু’জনের গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়ে উঠল নানুর। জানা যাচ্ছে, নানুরের খুঁটিটিপাড়া এলাকা এই কারণে উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষেরই বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেষ্ট-কাজল (Anubrata Kajal) গোষ্ঠী সংঘর্ষের ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায়, পুলিশ বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। অনুব্রত ফিরতে না ফিরতেই গোষ্ঠীদ্বন্দ্বের এই খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ পুজোর ৮৫০০০ টাকার অনুদান কত গুলো ক্লাব ফেরাল? মূলত কাদের অনীহা? রিপোর্ট দিল নবান্ন

জানা যাচ্ছে, বিগত প্রায় দু’বছর অনুব্রত (Anubrata Mondal) জেলবন্দি থাকার কারণে তাঁর অনুগামীদের অনেকেই ভিটে হারিয়েছেন। বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র। কেষ্ট ফিরতেই তাঁদের হালে পানি লেগেছে। অনুব্রত অনুগামীদের অভিযোগ, নানুর থানার অন্তর্গত খুজুটি পাড়া গ্রামে তাঁদের দলের কর্মী সমর্থকদের মারধর করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Anubrata Mondal Kajal Sheikh

যদিও কাজল গোষ্ঠী সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। সেই সঙ্গেই পাল্টা তোপ দেগেছে অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। তাঁরা পাল্টা অভিযোগ করেন, শান্ত নানুরকে (Nanoor) উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন আব্দুল করিম খানের অনুগামীরা। তাঁর উস্কানিতেই এলাকায় নতুন করে অশান্তির পরিবেশ দেখা দিচ্ছে। এখানেই শেষ নয়! তাঁদের অনুগামীদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কাজল অনুগামীরা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর কাজল কে বীরভূমের জেলা সভাধিপতি করা হয়। সেখানকার দাপুটে রাজনীতিকদের মধ্যে একজন তিনি। অন্যদিকে অনুব্রতকে (Anubrata Mondal) ‘বীরভূমের বাঘ’ বলে সম্বোধন করেন অনেকে। স্বাভাবিকভাবেই এই দুই দাপুটে নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষের খবর আসায় পুজোর আবহেই জোর শোরগোল পড়ে গিয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর