অনুব্রতকে কোনও লটারি বিক্রি করিনি, বিস্ফোরক স্বীকারোক্তি টিকিট বিক্রেতার! চাপে কেষ্ট

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গরুপাচার মামলায় CBI-র হেফাজতে রয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে তাঁর সম্পত্তির হিসেব কষছে CBI-র গোয়েন্দারা। এমনকি তাঁর মেয়ের সম্পত্তিও খতিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সুকন্যাকে তিনবার ED-র সামনে হাজিরা দিতে হয়েছে দিল্লিতে। অন্যদিকে, গরুপাচার ছাড়াও লটারি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অনুব্রতর।

কয়েকমাস আগেই ডিয়ার লটারিতে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয় যে, তিনি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা জিতেছেন। এরপর থেকেই এই নিয়ে নানান জল্পনা কল্পনা চলতে থাকে। আর এবার CBI এই রহস্য উদঘাটনে কোমর বেঁধে নেমেছে।

বোলপুরে গাঙ্গুলি লটারি নামের একটি দোকান রয়েছে। সেখান থেকে ওই টিকিটটি কাটা হয়। ওই লটারির দোকানে আজ হানা দেউ সিবিআই। সিবিআই জানতে চাইছে অনুব্রত নিজে গিয়ে সেই টিকিট কিনেছিলেন নাকি কারও মারফতে ওই টিকিট তার হাতে আসে।

এরই মধ্যে জানা গিয়েছে যে, লটারি বিক্রেতা গোয়েন্দাদের সামনে স্বীকার করেছেন যে, অনুব্রত মণ্ডলকে তাঁরা কোনও লটারির টিকিট বিক্রি করেন নি! এই খবর প্রকাশ্যে আসতেই ফের জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকদিন থেকেই অভিযোগ করে আসছেন যে, ডিয়ার লটারির মাধ্যমে কালো টাকা সাদা করছেন তৃণমূলের নেতারা।

শুভেন্দুর এই অভিযোগের পর তৃণমূল নেতাদের কয়েকজন আত্মীয়কে কাকতালীয় ভাবে লটারিতে এক কোটি টাকা জিততে দেখা গিয়েছে। তাহলে কী শুভেন্দুর অভিযোগ সত্যি? অন্যদিকে বোলপুরের লটারি বিক্রেতার স্বীকারোক্তিতে বড়সড় বিপাকে ফাঁসতে পারেন অনুব্রত, এমনটাই অনুমান ওয়াকিবহাল মহলের।


Koushik Dutta

সম্পর্কিত খবর