সব আসায় জল! দোলের দিনই দিল্লি যাত্রা কেষ্টর, তিহাড় সফর এখন সময়ের অপেক্ষা মাত্র

বাংলা হান্ট ডেস্কঃ সালটা ২০২২, দিনটি রাখি পূর্ণিমার। এদিন সকালেই গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূম জেলার তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপর থেকে পেরিয়ে গিয়েছে বহু মাস। বারংবার জামিনের আবেদন করেও হয়নি সুরাহা।

দিন দুয়েক আগে ইডির (ED) অনুমতিতে সারা দিয়ে কেষ্টর দিল্লি যাত্রার আর্জিতে সায় দিয়েছে আসানসোল বিশেষ আদালত। সেই নির্দেশ মতোই আজ দোলের সকালেই ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলকে দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু। তবে তার আগে অনুব্রতকে আনা হবে কলকাতায়।

   

সূত্রের খবর, আজ সকাল ৬টা ৫২ নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় তাকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই নগরীতে আনা হচ্ছে অনুব্রতকে। সেখানে পৌঁছে প্রথমে জোঁকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হবে নেতার। এরপর সমস্ত কিছু ঠিক থাকলে তুলে দেওয়া হবে ইডি-র হাতে। তারপর আজই তাকে নিয়ে দিল্লির পথে রওনা দেবে ইডি।

anubrata jail

সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী বর্তমানে দুর্গাপুর পেরিয়ে কলকাতার পথে ধাবমান কেষ্টর গাড়ি। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এ দিন জেলের বাইরে অনুব্রতকে সমর্থন জানাতে কোনও তৃণমূল কর্মী বা সমর্থকের দেখা পাওয়া যায়নি। যেই অনুব্রতর জন্য শয়ে শয়ে কর্মী-সমর্থক জড়ো হতো আজ একেবারেই তার বিপরীত চিত্র। তবে কী দল ধীরে-ধীরে দূরত্ব বাড়াচ্ছে অনুব্রতর থেকে? প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, রবিবার কেষ্টকে কলকাতায় আনার ব্যাপারে নানান জটিলতা তৈরি হয়। রাজ্য পুলিশ নিরাপত্তা দিয়ে কেষ্টকে কলকাতায় পৌঁছে দিতে পারবেনা বলে হাত তুলে নেয়। এরপর বহু দড়ি টানাটানির পর আসানসোল জেলের নির্দেশ অনুযায়ী অনুব্রতকে কলকাতায় পৌঁছে দিচ্ছে পুলিশ প্রশাসন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর