কমিশন যাকে ইচ্ছে পাঠাক, ভোট আগের মতই হবে বলে দিলেন কেষ্ট

বাংলাহান্ট ডেস্কঃ একুশের প্রেস্টিজ ফাইটে তিনি প্রার্থী নন। তদুপরি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জায়গা করে নিয়েছেন সংবাদের শিরোনামে। তিনি হলেন মমতার (Mamata Banerjee) বীরভূম জেলার ‘সেনাপতি’ অনুব্রত মন্ডল। আর্থিক ভাবে স্বচ্ছল, ডানপন্থী পরিবারের সন্তান তিনি।’ তবে ছোট বেলা থেকে বামেদের ‘অত্যাচার’ দেখে আসছেন বলে দাবি করেন। তাই প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলে (TMC) যোগ দিয়ে সিপিআইএম উৎখাত লড়াইয়ে যোগ দেন তিনি।

এদিন এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে যোগ দিয়ে রাজ্যের ভোটগ্রহণ নিয়ে মন্তব্য থেকে শুরু করে বিরোধী শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রত (Anubrata Mondal)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিদি ও দিদি’ সম্মোধনকে টেনে এনে অনুব্রত মন্ডল এদিন বলেন, প্রধানমন্ত্রীর মুখে একি শোভা দেয়! তারপরই তিনি বলেন, ‘আমি যদি মোদীকে নরেন ও নরেন বলি, তাহলে বাংলার মানুষকি তা মেনে নেবে ? নেবে না! এমনকি মোদির (Narendra Modi) এরাজ্যে পরিবর্তনের ডাকের প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন, ‘অসম, ত্রিপুরার ক্ষমতায় এসেছে। কি বা করেছে!’

 

anubrata 2331পাশাপাশি, একুশের হাইভোল্টেজ লড়াইয়ে কর্মরত ‘দাবাং’ আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে (Nagendra Tripathi) বীরভূমের এসপি করে পাঠানো প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন, ‘ভোট তো আর পুলিশ করে না, কর্মীরা করে। আগের মতোই ভোট হবে, কোনও তফাৎ হবে না’। উল্লেখ্য, অনেকেই মনে করছেন অনুব্রত মন্ডলকে নিয়ন্ত্রণ করতে নগেন্দ্র ত্রিপাঠীকে বীরভূমের (Birbhum) এসপি করে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে তাতে যে কোনও সমস্যা হবে না, তা ঠারেঠারে বুঝিয়ে দিলেন অনুব্রত মন্ডল। এমনকি তাকে শোকজ করা নিয়েও যে তিনি চিন্তিত নন, তাও বুঝিয়ে দিলেন তিনি।

অন্যদিকে, একুশের লড়াইয়ে ফের তৃণমূল সরকারই প্রত্যাবর্তন করতে চলেছে বলে  আত্মপ্রত্যয়ী অনুব্রত। তিনি বলেন, এবারের ভোটে ২২০ থেকে ২৩০ টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। এমনকি ভোটের আগে দলবদল নিয়েও মুখ খুলে তিনি বলেন, ক্ষমতায় ফেরার পর যদি কেউ আবার গেরুয়া শিবির থেকে দলে ফিরতে চান তাহলে তা নিশ্চয় ভেবে দেখা হবে।

সম্পর্কিত খবর