‘মমতা যা দিয়েছেন, কেন্দ্র ধারে কাছে ঘেঁষতে পারবে না’, মুখ্যমন্ত্রীর প্যাকেজ নিয়ে বেজায় খুশি অনুব্রত

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) মানুষকে যা দিয়েছেন, তা কেন্দ্র সরকারও দিতে পারবে না- সম্প্রতি এমনই দাবি করলেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)। দেউচা-পাচামি ইস্যুতে মুখ্যন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বীরভূমের মহম্মদবাজার হরিণ সিং কোল ব্লক হল দেউচা-পাচামি। যেখানে ২১ হাজারের বেশি মানুষ বসবাস করেন। মোট ১২ টি গ্রামে ৪৩১৪ টি বাড়ি রয়েছে সেখানে। যার মধ্যে আবার তফশিলি জাতিভুক্ত মানুষ রয়েছেন ৩৬০০ জন এবং তফশিলি উপজাতিভুক্ত রয়েছেন ৯০৩৪ জন।

আর এখানেই ৩৪০০ একর জমিতে কয়লা আছে ১১৭৮ মিলিয়ন হেক্টর। আবার ব্যাসল্ট জমা রয়েছে ১১৪৮ মিলিয়ন হেক্টর। আবার এই জমির মধ্যে এক হাজার একর রয়েছে সরকারি জমি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই দেউচা-পাচামিতে কয়লা উত্তোলন প্রকল্পের জন্য ইচ্ছুক জমিদাতাদের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেন।

এই প্যাকেজে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গুরে জমি অধিগ্রহণ নিয়ে বাম সরকারের করা ভুল, আমরা করব না। আগে সরকারি জমিতে কাজ হবে, তারপর অন্যান্য জমিতে হাত দেওয়া হবে। সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বাড়ি সহ জমি থাকলে বিঘা প্রতি ১০ থেকে ১৩ লক্ষ টাকা এবং স্থানান্তকরণের জন্য ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আবার ৬০০ বর্গফুটের বাড়ি পাবে কলোনিতে। সেইসঙ্গে বাড়ি জমি হারাবে যাদের, তাঁদের পরিবারের একজন করে মোট ৪৯৪২ জনকে জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হবে’।

Anubrata Mandal is coming to kolkata for treatment

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুনে বেজায় খুশি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দেউচার আদিবাসীদের কোন অসুবিধা, অসন্তোষ হবে না। তাঁরা সকলেই খুশি এবং উন্নয়নের পক্ষেই রয়েছেন। এমন সুযোগ, আর টাকা কেউই দিতে পারবে না। কেন্দ্রীয় সরকারও এমন আর্থিক প্যাকেজের কথা ভাবতে পারবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর