অবাক কাণ্ড! বিজেপির রাজ্য সভাপতির প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল, শোরগোল রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্ক : ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়!’ এবার আরেক নতুন রঙ্গের সাক্ষী হল বঙ্গ রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতির প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। আর এই ঘটনার পর থেকেই তীব্র শোরগোল রাজ্য জুড়ে।

শনিবার বোলপুরে অনুব্রত মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেন খয়রাশোল, লোকপুর এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মী। এর পরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দরাজ প্রশংসা করতে দেখা যায় অনুব্রতকে। তিনি বলেন, ‘বিজেপির রাজ্য সভাপতি ভালো সভাপতি। ধরাধর বাদ দিয়ে দিচ্ছে সবাইকে। স্ট্যামিনা আছে। ওঁকে ধন্যবাদ জানাই।’

বাংলায় যাকে বলে সাপে নেউলে সম্পর্ক তৃণমূল এবং বিজেপি এই দুই দলের। কিছুদিন আগে অবধিও অনুব্রত মন্ডল এবং দিলীপ ঘোষের রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে উত্তপ্ত থাকত বঙ্গের রাজনীতি। কিন্তু এবার কার্যতই উল্টো সুর সেই দুঁদে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের গলায়। সামনেই শিলিগুড়ি সহ ৪টি পুরসভার ভোট। শিলিগুড়ির ভোট প্রচারে যাওয়ারও কথা ছিল অনুব্রত মন্ডলের। কিন্তু শরীর সুস্থ থাকলে তবেই প্রচারে যাবেন তিনি, এমনটাই জানিয়েছেন অনুব্রত। হঠাৎ দলের হয়ে এই প্রচার বিমূখতাও খানিক কপালে ভাঁজ ফেলাচ্ছে তৃণমূলের।

Anubrata Mandal

বেশ কিছুদিন ধরে রাজ্যে তীব্র হয়ে উঠেছে শাসকদলের অন্তর্কলহ। গোষ্ঠীদ্বন্দের অভিযোগে তোলপাড় তৃণমূল। এবার সেই তৃণমূলেরই তাবড় নেতা অনুব্রতের গলাতেও বিজেপির রাজ্য সভাপতির স্তুতিতে যে কার্যতই অস্বস্তিতে রাজ্যের ঘাসফুল শিবির  তা বলাই বাহুল্য। হঠাৎ এই অন্য সুরের পিছনে অনুব্রতর বিরাট পরিবর্তনকেও এড়িয়ে যেতে পারছেন না পর্যবেক্ষক মহল।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর