বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বঙ্গ রাজনীতিতে বিতর্কের অপর এক নাম হয়ে দাঁড়িয়েছেন বীরভূমের জেলা সভাপতি তথা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা এবং একই সঙ্গে সিবিআই তলব মাঝে ক্রমশই অস্বস্তি বেড়ে চলেছে তাঁর। এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কয়েকদিন পূর্বেই বোলপুরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত আর ঠিক তার পরেই ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আজ সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা অনুব্রতর আর তার ঠিক একদিন আগে বোলপুর থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তৃণমূল নেতার পরবর্তী Destination নিজাম প্যালেস?
এক্ষেত্রে অবশ্য খোলসা করে কিছুই বলেননি বীরভূমের জেলা সভাপতি। গাড়িতে ওঠার আগে তিনি শুধু বলেন, “শরীর ভাল নেই ভাই।” সূত্রের খবর, আগামীকাল এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখানোর কথা রয়েছে তৃণমূল নেতার। বলে রাখা ভালো, কয়েকদিন পূর্বে এসএসকেএম-এ শারীরিক পরীক্ষা হয় তাঁর আর এরপরই পুনরায় তাঁকে চেকআপের পরামর্শ দেওয়া হয়। সেই উদ্দেশ্যেই তৃণমূল নেতার কলকাতা আগমন বলে জানা গিয়েছে। তবে এসএসকেএম যাওয়ার পূর্বে সিবিআই অফিসে হাজিরা দেন কিনা অনুব্রত, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।
প্রসঙ্গত, একাধিকবার সমন পাঠানোর পর কয়েকদিন পূর্বেই সশরীরে নিজাম প্যালেসে হাজির হন তৃণমূল নেতা। দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ চলার পর অবশেষে বাইরে বের হন তিনি। তবে ভোট পরবর্তী হিংসা মামলায় এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নি অনুব্রত। ফলে আজ সিবিআই দ্বারা আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়, নাকি অন্য একাধিক বারের মতো এবারেও হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা, সেটাই দেখার।