হলুদ পাঞ্জাবি পরে CBI অফিসে হাজির অনুব্রত! ঢোকার মুখেই বেজায় চটলেন কেষ্ট

বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত মণ্ডল যে পথ দিয়ে হাঁটেন, বিতর্কও যেন তাঁর পিছু নিতে ছাড়ে না। বর্তমানে এই কথাটি ঘুরে চলেছে সকল বঙ্গবাসীর মুখে। সাম্প্রতিককালে অনুব্রত এবং সিবিআই প্রসঙ্গটি প্রায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বললেও ভুল বলা হয় না। সেই ধারা বজায় রেখেই ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে গতকালই সমন পাঠায় সিবিআই। আজ দুপুর বারোটার সময় তাঁকে নিজাম প্যালেসে উপস্থিত থাকতে বলা হয়। এরপর গতকাল বোলপুরে নিজের বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বীরভূমের জেলা সভাপতি। জল্পনা উঠতে থাকে, তবে কি ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথমবারের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হতে চলেছেন কেষ্ট?

উত্তর মেলে এ দিন। বৃহস্পতিবার ঠিক 12 টা বাজার সঙ্গে সঙ্গেই সিবিআই অফিসে ঢুকতে দেখা যায় অনুব্রতর গাড়ি আর ঢোকার মুহূর্তেই ঘটে যায় বিপত্তি! গাড়ি থেকে নামার মুহূর্তে সাংবাদিকদের ওপর চটে যান তৃণমূল নেতা। আসলে অনুব্রত মণ্ডলের গাড়ি সিবিআই অফিসে ঢুকতে দেখে ঘটনাস্থলে হইচই পড়ে যায়। সকলেই ছুটে যায় গাড়িটিকে লক্ষ্য করে এবং স্বভাবতই ভিড়ের কারণে গাড়ি থেকে নামতে পারেন না অনুব্রত। এরপরই একপ্রকার ক্ষোভে ফেটে পড়েন তিনি।

গাড়ির পাদানিতে দাঁড়িয়ে অনুব্রত বলে ওঠেন, “এই ঠেলছো কেনো? একদম বেশি দালালি করতে আসবে না। দালাল একটা। দালাল কোথাকার!” পরবর্তী ক্ষেত্রে অবশ্য শান্ত করা হয়ে তাঁকে এবং এরপর দেহরক্ষী ও আইনজীবীর কাঁধে ভর দিয়ে কোনমতে সিবিআই অফিসের ভিতর ঢুকে যান অনুব্রত।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ভর্তি হওয়ার পর এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন অনুব্রত এবং কয়েকদিন পূর্বেই বোলপুরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। ঠিক তার পরেই ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিনই সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিলো অনুব্রতর আর তার ঠিক একদিন আগে বোলপুর থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তিনি বলেন, “শরীর ভালো নেই ভাই।” এক্ষেত্রে প্রতিবারের মতো এবারও সিবিআই হাজিরা এড়ানোর দিকে পাল্লা ঝুলে থাকলেও শেষপর্যন্ত নিজাম প্যালেসে তাঁর উপস্থিতি বেশ চমকপ্রদই ঠেকেছে রাজ্যবাসীর কাছে। তবে এদিন সিবিআই অফিসের ভিতরে কোন কোন প্রশ্নের মুখে পড়েন অনুব্রত এবং তাঁর বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেয় কিনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেটি এখন মূল প্রশ্ন।


Sayan Das

সম্পর্কিত খবর