‘কোনও সম্পর্ক রাখতে চাই না’! জেল থেকে বেরিয়েই বিস্ফোরক, অনুব্রতর কথায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় বিগত প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। সদ্য জামিনে ছাড়া পেয়ে বীরভূম ফিরেছেন তিনি। মঙ্গলবার সকালে মেয়ে সুকন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন। তার ঠিক তিনদিনের মাথায় সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার নিজের গ্রামে দাঁড়িয়ে একথা বলেন কেষ্ট (Anubrata Mondal)।

  • গ্রামে দাঁড়িয়ে সম্পর্ক ছেদের ঘোষণা কেষ্টর (Anubrata Mondal)!

আজ সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি যান তৃণমূল (Trinamool Congress) নেতা। দুর্গাপুজোর তোরজোড় এবং সেখানকার সকলের খোঁজখবর নিতে যান তিনি। জেলবন্দি থাকার কারণে পরপর দু’বছর পৈতৃক বাড়ির পুজোয় থাকতে পারেননি। গত বছর অনুব্রতর গ্রামের বাড়ির পুজোতে উপস্থিত হয়েছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। বাড়ির সকলকে পুজোর জন্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছিলেন তিনি।

এই বছর পুজোর আগে অবশ্য বাড়ির ছেলে বাড়ি ফিরেছে। তাই আগেভাগেই প্রস্তুতি খতিয়ে দেখতে নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে পৌঁছে যান অনুব্রত (Anubrata Mondal)। জানান, এবারের পুজোয় উপস্থিত থাকবেন তিনি। একইসঙ্গে বলেন, রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতে চান না। এই সিদ্ধান্তের নেপথ্যের কারণও খোলসা করেছেন কেষ্ট।

আরও পড়ুনঃ ‘যেই হোক, কাউকে ছাড়ব না’! নবান্নের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর! মমতার কথায় তোলপাড়

এদিন অনুব্রতকে দেখামাত্রই হাটসেরান্দি গ্রামের লোকজন ছুটে আসেন। কেউ তাঁর শরীরের খোঁজ নেন, কেউ আবার জানতে চান পুজোয় কখন আসবেন। প্রত্যেকের প্রশ্নেরই জবাব দেন তৃণমূল (TMC) নেতা। এরপর মন্দিরের উঠোনে দাঁড়িয়েই রক্তের সম্পর্কের কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চান না বলে জানান তিনি।

anubrata mondal

অনুব্রত (Anubrata Mondal) বলেন, ‘ব্লাড রিলেশনদের সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখতে চাই না। প্রায় দু’বছর পর গ্রামে এলাম। আমার সঙ্গে মেয়ে সুকন্যা রয়েছে। পরপর দু’বছর নিজের বাড়ির দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে পারিনি। খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামের সব মানুষের সঙ্গে কাটাব। দু’বছর জেলবন্দি অবস্থায় পরিবারের কেউ খোঁজ রাখেনি। তাই রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনও যোগাযোগ রাখব না’।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বিগত প্রায় দু’বছর জেলের চার দেওয়ালের মধ্যে কাটিয়েছেন অনুব্রত। দুর্গাপুজো থেকে কালীপুজো, সবটাই কেটেছে সেখানে। তবে এবার পুজোর আগেই জামিন পেয়েছেন তিনি। এবারের পুজোটা গ্রামের মানুষদের সঙ্গেই কাটাতে চান বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর