টুটি চেপে ধরায় কেষ্টর বিরুদ্ধে করেছিলেন কেস! সেই শিবঠাকুরকেই বিরাট উপহার দিল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ শিবঠাকুর মণ্ডল (Shib Thakur Mondal)! নামটা কম বেশি সবারই মনে আছে। সেই শিবঠাকুর মন্ডল যিনি কেস ঠুকেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে। তখন রাউজ অ্যাভিনিউ কোর্টের নির্দেশে গরু পাচার মামলায় অভিযুক্ত কেষ্ট মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় করছিল তদন্তকারী সংস্থা। ঠিক সেই সময় আবির্ভাব হয় শিবঠাকুরের।

শিবঠাকুর মণ্ডলের অভিযোগ ছিল যে, বিধানসভা ভোটের আগে দুবরাজপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত তাকে ডেকে টুটি টিপে ধরেছিলেন। কারণ নাকি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। আর সেই খবর কেষ্টর কানে যেতেই কথা কাটাকাটিতে অনুব্রত তার টুটি চেপে ধরেছিলেন।

শিবঠাকুরের অভিযোগ দায়েরের পর সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া কালীনই অনুব্রতকে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে আনা হয় দুবরাজপুরে। দুবরাজপুরে সাত দিন পুলিশি হেফাজতে থাকার পর ফের আসানসোল জেলে পাঠানো হয় অনুব্রতকে।

একেবারে দিল্লি নিয়ে যাওয়ার আগে বহু পুরোনো ঘটনা নিয়ে এই মামলা হওয়া নিয়েও যেমন চৰ্চা হয়েছিল তেমনি দলের একজন সাধারণ কর্মী কিভাবে জেলা সভাপতির বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ আনেন তা নিয়েও বহু কথা হয়। যদিও সেই সময়ই শিবঠাকুর গর্ব করে বলেছিলেন, তিনিই প্রথম কোন ব্যক্তি যিনি অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ এনে তাকে গ্রেফতার করিয়েছেন।

তবে সেই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই তাজ্জব করা কাণ্ড। রাজ্যে পঞ্চায়েত ভোট। আর তার আগেই তৃণমূল তরফে মেগা পুরস্কার পেলেন শিবঠাকুর মণ্ডল। জানা গিয়েছে এবার পঞ্চায়েত ভোটে শিব ঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডলকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে লিপিকা তৃণমূলের হয়ে দুবরাজপুর ব্লকে মনোনয়নপত্র জমা দেন।

anubrata

লিপিকা বালিজুরি গ্রাম পঞ্চায়েতের ১৬৫ নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যখন পঞ্চায়েতের টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শাসকদলের নেতা-কর্মীদের মধ্যেদ তখন টিকিট পেয়ে বেজায় খুশি শিবঠাকুরের স্ত্রী লিপিকা। তিনি জানান, তিনি দিদির ভক্ত এবং তৃণমূলকে ভালবাসেন। যে কারণেই দল তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।

যদিও বিরোধীরা এখানে অন্য গন্ধ পাচ্ছেন। তাদের দাবি, শিব ঠাকুর মন্ডলের জন্যই তো অনুব্রত মণ্ডলের তিহাড় যাত্রা বেশ কয়েকদিন পিছিয়েছিল। তাই ওর কাজে খুশি হয়েই পুরস্কার স্বরূপ তার স্ত্রীকে পঞ্চায়েত ভোটে টিকিট দিয়েছে দল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর