এসএসকেএম থেকে ছাড়া পেলেন অনুব্রত, CBI এড়াতে সঙ্গে থাকছে ‘রক্ষা কবচ’ !

বাংলায় তৃণমূল নেতাদের মধ্যে সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, এমন কোন ব্যক্তির নাম বলতে গেলে প্রথমেই আসে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম। কখনো ‘খেলা হবে’, আবার কখনো ‘ভয়ঙ্কর খেলা হবে’ ইত্যাদি হুঙ্কার দেওয়ার মাধ্যমে সর্বদাই খবরের শিরোনামে থাকেন কেষ্ট তথা অনুব্রত মণ্ডল। বর্তমানেও প্রায় দুই সপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে অসুস্থতা নিয়ে তাঁর ভর্তি থাকাকে কেন্দ্র করে বিরোধীদের একের পর এক আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে আজ অনুব্রত মণ্ডলকে ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রের খবর, এদিন ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বর্তমানে অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে হাজিরা না দেওয়ার ব্যাপারে ‘রক্ষাকবচ’ ইতিমধ্যেই দিয়ে দিলেন চিকিৎসকেরা। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, অনুব্রত মণ্ডল এখনও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হননি এবং সেই কারণেই আপাতত তাকে বেড রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের দুই করোনারি আর্টারির মধ্যে একটির 70% এবং অপরটির 60% ব্লক ধরা পড়েছে। ফলে চার সপ্তাহ পুরোপুরি বিশ্রাম করার পাশাপাশি পুনরায় তাকে এসএসকেএম হাসপাতালে আসারও নির্দেশ দেন এসএসকেএম কর্তৃপক্ষ। এছাড়াও বীরভূমের জেলা সভাপতির হৃদপিন্ডের মাংসপেশির চলাচল ঠিক রয়েছে কিনা তা জানার জন্য এদিন মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়। এসকল খবর সামনে আসার পরই বিশেষজ্ঞরা মনে করছে যে, শারীরিক অসুস্থতার কারণে আপাতত বেশ কিছুদিন অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে হাজিরা এড়াতে পারবেন।

প্রসঙ্গত, দুই সপ্তাহ পূর্বে কলকাতা সিবিআই দপ্তর থেকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেওয়ার পরেই তিনি বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এরপর সিবিআই দপ্তর-এ না গিয়ে শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। ফলে সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য শারীরিক অসুস্থতার বাহানা দিচ্ছেন, এমন অভিযোগে তৃণমূল নেতাকে বিদ্ধ করতে থাকে বিরোধীরা। তবে তারইমাঝে, ইকো রিপোর্টে তাঁর হার্টে বেশ কিছু সমস্যা দেখা দেয়। ভালভ ও হৃদপেশীর সমস্যার পাশাপাশি স্থূলতা জনিত অসুখেও ভোগেন তিনি। এরপরেই, অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার পর তাঁর দুই অণ্ডকোষে ধরা পড়ে সমস্যা। তৃণমূল নেতার চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে এদিন ছাড়া পেতে চলেছেন অনুব্রত মণ্ডল।


Sayan Das

সম্পর্কিত খবর