বছর শেষে ঘরের ছেলে রইল ঘরেই! অনুব্রতর দিল্লি যাত্রায় আপাতত কাঁটা

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ এ ঘরের ছেলে রইল ঘরেই। ২৩! তা তো পুরোটাই অনিশ্চিত। এ বছর অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দিল্লি যাত্রার পথে আপাতত পড়ল কাঁটা। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে অনুব্রত তরফে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) যে মামলা করা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হল পরবর্তী বছর, ২০২৩-এর ৯ জানুয়ারি। অর্থাৎ কেষ্টর এ বছরের শেষটা কাটবে বঙ্গেই। হোক না সেটা শ্রীঘরের চার দেওয়ালের মধ্যে।

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রোডাকশন ওয়ারান্টের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। প্রথমে অনুব্রতর করা পাল্টা মামলাটি উঠেছিল দিল্ল হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে। তবে পরে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের আর্জি মেনে মামলার বেঞ্চ বদল হয়। এরপর বুধবার বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে এই মামলার শুনানি হয়। আর সেই রায়েই স্বস্তিতে অনুব্রত। মামলার পরবর্তী শুনানি ২০২৩ এ।

anubrata

সপ্তাহের শেষ থেকেই দিল্লি হাইকোর্টে পরে যাচ্ছে বড়দিনের ছুটি, বিচারপতি যশমীত সিং নিজেও ছুটিতে যাচ্ছেন। তাই সব দিক বিচার করেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৯ জানুয়ারি। পাশাপাশি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে ইমেল করে দিল্লি হাইকোর্টকে লিখিত ভাবে জানানো হয় যে, তারা এখনই সেই প্রোডাকশন ওয়ারান্ট কাজে লাগাবে না। প্রসঙ্গত, চলতি সপ্তাহে সোমবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জিতে সায় দিয়েছিল দিল্লির বিশেষ আদালত। সেই মতোই যুদ্ধকালীন তৎপরতায় চলছিল প্রস্তুতি। তবে তোড়জোড় সত্ত্বেও এখনই গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজধানীর পথে পাড়ি দিতে পারছেননা তদন্তকারী আধিকারিকগণ। অপেক্ষা আরও বেশ কিছু দিনের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর