বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার (Cattle smuggling) মামলায় গত আগস্ট মাসে সিবিআই গ্রেপ্তার করে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা (Trinamool leader) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এরপর থেকে জেলেই কাটছে তার জীবন। খুব শীঘ্রই তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদ জন্য। কিন্তু এর মধ্যে কেমন রয়েছেন অনুব্রত কন্যা?
শোনা যাচ্ছে তিনি স্কুলে যাচ্ছেন না। বাড়ি থেকেও বিশেষ বার হচ্ছেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। প্রতিবেশীরা জানাচ্ছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন সুকন্যা।
বেশ কিছুদিন ধরে অনুব্রত মণ্ডলের আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে রক্ষাকবচের জন্য। কিন্তু কোনও ফল হয়নি। সব ঠিক থাকলে অনুব্রতর দিল্লি যাত্রা এখন শুধু সময়ের অপেক্ষা। এমন অবস্থায় মানসিকভাবে বিধ্বস্ত অনুব্রতর কন্যা। সুত্রের খবর, খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা দেন না তিনি। বেশিরভাগ সময় থাকেন বাড়ির মধ্যেই।
অনুব্রতর এক প্রতিবেশীর কথায়, সুকন্যার সাথে দেখা করার জন্য গত ছয় মাসে তৃণমূলের কোনও শীর্ষ নেতা বা মন্ত্রী তাদের বাড়িতে আসেনি। সেভাবে কোনও আত্মীয়কেও তাদের বাড়িতে আসতে দেখা যায়নি। সুকন্যার বাড়িতে বর্তমানে থাকেন রক্ষাকর্মী, পরিচারক। এক বান্ধবীকে দেখা যায় মাঝেমধ্যে।
প্রতিবেশীদের কথায়, গ্রেপ্তারের আগে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে লেগে থাকত ভিআইপিদের গাড়ির ভিড়।
আগে প্রায় প্রতিদিনই তার বাড়িতে আসত ভিআইপি কেউ। কিন্তু অনুব্রতর জেল যাত্রার পর তার বাড়ির সামনে দেখা যায় বিপরীত চিত্র। প্রসঙ্গত, কয়েক মাস থেকে অনুব্রত কন্যার বেতন বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়ে জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানিয়েছিলেন, প্রাপ্য ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও কাজে যোগ দেননি সুকন্যা। তাই উইদাউ পে হয়ে তে চলে যেতে হয়েছে সুকন্যাকে।