CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য! কেষ্ট কন্যার নামে ১২০ কাঠা জমির হদিশ পেলো তদন্তকারী অফিসাররা

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআইয়ের (CBI) হাতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই সরগরম বঙ্গ রাজনীতি। গরু পাচার মামলায় বর্তমানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যা হতবাক করে তুলেছে সকলকে। এই মামলায় ইতিমধ্যে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) নাম উঠে এসেছে। বোলপুরে জমির পাশাপাশি একাধিক কোম্পানির হদিস মিলেছে তাঁর নামে আর এবার মন্ত্রীকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেল সিবিআই।

সম্প্রতি, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকেই তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি উদ্ধার করে চলেছে তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে অনুব্রত কন্যার ওপরেও নজর রয়েছে তাদের। সুকন্যার নামে একাধিক কোম্পানির খোঁজ পাওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, একজন সাধারণ স্কুল শিক্ষিকার কাছে কিভাবে এত বিশাল পরিমাণ সম্পত্তি আসতে পারে? আর এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য।

সিবিআই সূত্রে খবর, বর্তমানে সুকন্যা মণ্ডলের নামে ১২০ কাঠা জমির খোঁজ মিলেছে। বোলপুর পুরসভা এলাকাতে এই সকল জমিগুলি রয়েছে বলে খবর। অতীতে অনুব্রত মণ্ডলের নামে মেলে ২৪০ কাঠা জমির সন্ধান মেলে আর এবার তাঁর মেয়ের নামেও এত বিশাল পরিমাণ জমি কোথা থেকে এলো, তা ঘিরে সৃষ্টি হয়েছে বিস্তর জল্পনার।

সূত্রের খবর অনুযায়ী, এ সকল জমির মূল্য বর্তমান বাজারে ২৫ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভবত সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। এক্ষেত্রে অতীতেও জেরার স্বার্থে কেষ্ট কন্যার বাড়িতে পৌঁছে গেলেও সেই সময় তলব এড়িয়ে যান সুকন্যা। তবে বর্তমানে যেভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে, তাতে খুব দ্রুত সিবিআই তলব হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।

sukanya

তবে বর্তমানে সুকন্যা মণ্ডল এবং অনুব্রতর নামে উদ্ধার করা এই সকল সম্পত্তির সঙ্গে গরু পাচার মামলার কি সম্পর্ক রয়েছে এবং এত সম্পত্তি ক্রয়ের পেছনে রহস্য কি, তা খতিয়ে দেখতে তৎপর তদন্তকারী অফিসাররা। ফলে পরবর্তী সময়ে গরু পাচার মামলায় আর কোন কোন তথ্য সামনে উঠে আসে, আপাতত সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।


Sayan Das

সম্পর্কিত খবর