মেয়ে আসছে শুনেই শ্বাসকষ্ট! তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রতকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দিল্লিতে ইডি (Enforcement Directorate) হেফাজতে আচমকা শুরু হল তার শ্বাসকষ্ট। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সোমবার সকালে অসুস্থ বোধ করেন। এরপর তাকে ইডি আধিকারিকরা নিয়ে যান রামমনোহর লোহিয়া হাসপাতালে। এরপর হাসপাতালে (Hospital) তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করানো হবে কিনা সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের অসুস্থতার কারণে ইডি আধিকারিকেরা তাকে সদর দপ্তরের হাজতে রাখেননি। তিনি রয়েছেন ইডির দপ্তরের একটি ঘরে। সেখানে রবিবার সন্ধ্যায় শুরু হয় অনুব্রতর শ্বাসকষ্ট। অনুব্রত ইনহেলার ব্যবহার করে থাকেন। কিন্তু ইনাহেলার নেওয়ার পরেও শ্বাসকষ্ট কমেনি। ফের অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্ট শুরু হয় সোমবার সকাল থেকে। এরপর ইডি আধিকারিকরা তাকে নিয়ে যান হাসপাতালে। সেখানে তার চিকিৎসা হয়।

অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল সোমবার। কিন্তু শেষ পর্যন্ত তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। গোয়েন্দারা চেয়েছিলেন এদিন অনুব্রত মণ্ডলের সামনে বসিয়ে সুকন্যা মন্ডলকে জেরা করা হবে। কাকতালীয়ভাবে সেদিনই অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্ট দেখা দিল। এরফলে প্রশ্ন উঠছে এরপরে সুকন্যা মণ্ডলকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কিনা।

anubrata

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারির পর থেকেই তিনি অসুস্থ বলে আদালতে জানান অনুব্রত মণ্ডল। এই ইস্যুতে জামিনেরও আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। জেলবন্দি থাকাকালীনও একাধিক বার অসুস্থ হয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, জেলবন্দি থাকা অবস্থায় তাঁর ফিসচুলা সমস্যার কথাও জানা গিয়েছিল। বিষয়টি জানার পরই তিনি কেমন আছেন, জানতে চান বিচারক। তখনও আদালতে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন কেষ্ট।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X