বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বহুদিন জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বর্তমানে দিল্লির তিহাড়ে ঠাঁই হয়েছে তার। অন্যদিকে সম্প্রতি তদন্তে অসহযোগিতার অভাবে ইডির (ED) হাতেই গ্রেফতার হন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। সেই নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার এই প্রথম মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত।
এদিন অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়। আর সেখানেই মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে কেষ্ট বলেন, ‘মেয়েকে গ্রেফতার করা অন্যায়’। অনুব্রত কন্যার গ্রেফতারির পর থেকেই বিস্তর চৰ্চা চলছিল সর্ব মহলে তবে কেষ্ট নীরবই ছিলেন। আজ অবশ্য আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি। বললেন, “মেয়েকে গ্রেফতার করা অন্যায়। ওটা খুব বাহাদুরির কাজ হয়নি।”
জানিয়ে রাখি আপাতত ৪ মে পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এদিন হুইল চেয়ারে চড়েই কোর্টে পৌঁছন কেষ্ট। এরপর আদালত থেকে বেরনোর সময় মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর রীতিমতো ক্ষোভ উগরে দেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে ED-র হাতে গ্রেফতার হন সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায়, তার বাবা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর পর, ২ বার, দিল্লিতে ইডি হাজিরা এড়ান সুকন্যা মণ্ডল। এরপর তৃতীয়বার ইডির ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি।
আপাতত তিহাড়ে বাবার পাশের সেলেই রয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডল। তিহাড় জেলে মহিলাদের কুঠুরিতে রাখা হয়েছে তাকে। জেল সূত্রে খবর, গ্রেফতারির দিন থেকে কেঁদেই ভাসাচ্ছেন সুকন্যা। সেখানে গিয়ে অসুস্থ বান্ধবী সুতপা ও বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে চান তিনি।