সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বীরভূমের ভূমিপুত্র অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের স্বমহিমায় বীরভূম জেলায়। আজ তাঁর আহবানে বোলপুরে হয় একটি জেলা কমিটির মিটিং। গতকালকেই দেখা গেছিল তিনি বীরভূমের রাঙা মাটিতে পা দিয়ে নীল টি-শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরে হ্যান্ডসাম লুকে হাজির হয়েছিলেন বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে।
ছবিঃ নীল টি-শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরে হ্যান্ডসাম লুকে। (ছবি সৌজন্যে বীরভূম ডিসট্রিক্ট তৃনমূল কংগ্রেস ফেসবুক পেজ)
অনুব্রত বাবুর দীর্ঘদিন পর ওনার ডাকে জেলা কমিটির মিটিংয়ে অনেক কর্মী হাজির হয়েছিলেন। এই মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রসঙ্গে তিনি বলেন,”বিশ হাজার বিজেপি কর্মীকে তৃণমূলে জয়েন করাবো। তা না হলে রাজনীতি ছেড়ে দেব। বীরভূম জেলার বোলপুর থেকে আরম্ভ করব।মুরারইয়ে গিয়ে শেষ করব। মুরারই থেকে আরম্ভ করব আবার নলহাটিতে গিয়ে শেষ করবো। সপ্তাহে অন্তত বিশ হাজার বিজেপি কর্মীকে তৃণমূলে জয়েন করাবো।”
এবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“প্রচার দেখবে কালীপূজার পর। এক ভয়ঙ্কর প্রচার হবে। বিজেপির লোকেরা হুরহুর করে ঢুকবে তৃনমূলে। তারা আসতে চাইছে। বীরভূম জেলা থেকে পঞ্চাশ হাজার লোককে নেওয়ার টার্গেট আছে আমার। বিজেপি কর্মীরা আসবে আমার কাছে।”
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ফিরেয়ে আনতে উচ্ছেদ করা হবে হস্তশিল্পী ব্যবসায়ীদের। এই প্রসঙ্গে অনুব্রতবাবু জানান, “বিশ্বভারতী আমি দেখি না। তবু আমি যেটুকু শুনেছি, বিশ্বভারতী নিজস্ব একটা ড্রেন তৈরি করেছে। ড্রেনের উপরে মানুষেরা বসে আছে তাদের পেটে হাত দেওয়া উচিত নয়। তবে আমার শোনা কথা ওরা বিশ্বভারতীর জায়গায় তারা বসে নাই। ড্রেন তৈরি করার পর তারা বসেছে। এটা কিন্তু আমার পুরোটাই শোনা কথা। তবে এখানকার যিনি এমএলএ আছেন তাকে আমি দেখতে বলেছি। অটোমেটিক তিনি দেখছেন। তবে ওদের পাশে আমি আছি।”