‘আমিও ফ্ল্যাগ ছাড়া মিটিং করি, এটা আমাদের কৌশলও হতে পারে’ শুভেন্দু প্রসঙ্গে বললেন অনুব্রত মণ্ডল

শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল দলের দূরত্ব স্পষ্ট। আজ মন্ত্রিসভার বৈঠকেও নবান্নে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি অরাজনৈতিক সভাও করেছেন শুভেন্দু। তাতে নেই দলীয় পতাকা। তাহলে কি তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু! এই জল্পনা এখন চলছে সর্বত্র।

এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করা হলে তিনি বলেন,’ আমি অনেক সময় ফ্লাগ ছাড়া মিটিং করি। ও তো বলেনি ও বিজেপিতে যাচ্ছে। এটা আমাদের কৌশলও হতে পারে।’
ANUBRATA MANDAL

আজ বুথ ভিত্তিক কর্মী সভায় সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন,’ এখনো তো বিজেপিতে যাওয়ার কথা বলেনি সে। এখনো তো সে আমার দলেই রয়েছে। এখনই আমি ওকে নিয়ে কেন কথা বলবো। ও এখনো বিজেপিতে যায়নি বিজেপি করার কথাও বলেনি উনি। অনেক সময় আমি নিজেও দলীয় ব্যানার ছাড়া মিটিং করি। এটা আমাদের কৌশল হতে পারে। কেন খারাপ কথা বলব এর আগেই!'<

বাংলায় নিজেদের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করার পরই রাজ্যের মুসলিম ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছে আসাউদ্দিন ওয়াইসির দলের বিরুদ্ধে।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন,’ মিম সম্পর্কে সবাই জানে। তারা 36 টি মুসলিম আসুন নষ্ট করেছে। ও বলে ও মুসলিমদের বন্ধু কিন্তু তা নয়। ও আসলে বিজেপির দালাল। তাই বলব আর মীমকে কেউ বিশ্বাস করে না। যারা পয়সার বিনিময়ে দালালি করে তারা ভরসাযোগ্য নয়। বাংলার হিন্দু-মুসলিম সকলেই সচেতন। বাংলায় তার কোনো প্রভাব পড়বে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন বিজেপি দাঁত ফোটাতে পারবেনা।’

Udayan Biswas

সম্পর্কিত খবর