মুখ ফিরিয়েছে আদালত, মেলেনি রক্ষাকবচ, CBI নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে জানালেন অনুব্রত

বাংলাহান্ট ডেস্ক : বহু চেষ্টার পরও হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ, এরই মধ্যে মাথার উপর খাঁড়ার মতন ঝুলছে সিবিআইয়ের তলব। আগামী ৬ এপ্রিল নিজাম প্যালেসে আবারও তলব পড়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার। এহেন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবেন তিনি, এই নিয়ে জোর জল্পনা ছিল রাজ্যের বিভিন্ন মহলেই। তবে এবার নিজের পরবর্তী পদক্ষেপের কথা জানালেন অনুব্রত মণ্ডল।

আসানসোল লোকসভা উপনির্বাচনের তদারকির দায়িত্ব পড়েছে তাঁর ঘাড়ে। সিবিআইকে বারবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তলব এড়ালেও আসানসোলে মাঠে নেমেই দিব্যি প্রচারের কাজ সামলাচ্ছেন তিনি। শনিবারও আসানসোলে লোকসভা উপনির্বাচনে দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারের কাজ তদারক করতে গিয়েছিলেন অনুব্রত। সেখানেই নিজের সিদ্ধান্ত জানালেন বীরভূমের তৃণমূল সভাপতি।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘সিবিআই ডাকলে হাজির হব কি না তা নিয়ে বাকিদের চেয়ে সাংবাদিকদের এবং মিডিয়ার বেশি কষ্ট হচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? সিবিআই ডাকলে সহযোগিতা করব।’ পাণ্ডবেশ্বরের এরিয়া অফিসের অফিসার্স ক্লাবে শত্রুঘ্ন সিনহার হয়ে সমর্থনে এবং প্রচারে একটি কর্মীসভায় এমনটাই জানান অনুব্রত মণ্ডল।

শুধু তাইই নয়, আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা আড়াই লক্ষ ভোটেই জয়ী হবেন এমনটাও দাবি করতে দেখা যায় তাঁকে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্র সরকারকেও এক হাত নিয়েছেন অনুব্রত। তাঁর কথায়, ‘সাধারণ মানুষরা যারা গাড়ি চালিয়ে খায়, যাদের রোজকার রোজগার হয়ত ৫০০ টাকা তাদের নাভিশ্বাস উঠবে এই দাম বাড়ার ফলে।’ একই সঙ্গে বগটুই গণহত্যা কাণ্ডে তাঁর বিরুদ্ধে আনা বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এখনও অবধি কই আমার কানে কোনও অভিযোগ আসেনি৷ কাকে মুখে করে কী নিয়ে যাচ্ছে আমি কি তার পিছনে ছুটতে যাব?’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ মার্চ গরু পাচার মামলায় অনুব্রতকে নোটিশ ধরায় সিবিআই। ১৫ মার্চ তাঁকে সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু নিজাম প্যালেসের বদলে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। দ্বিতীয় বারের জন্য রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা করেন তিনি। কিন্তু গত ১১ মার্চ সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। এরপর সেই রায়ই অব্যাহত রেখেছে ডিভিশন বেঞ্চও। কোনও মতেই আর পাওয়া যাবে না রক্ষাকবচ, এমনটাই সাফ জানিয়েছে আদালত। তাই এবার ৬ তারিখ অনুব্রত নিজাম প্যালেসে হাজির হন কি না সেটাই দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর