অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হল বড় চুক্তি, বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি হবে ১০ লক্ষ কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্ক: স্বাক্ষরিত হয়ে গেল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি নতুন বাণিজ্যিক চুক্তি। আর এই নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার ঘটনাকে “ঐতিহাসিক মুহূর্ত” বলে অভিহিত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, সবচেয়ে বড় ব্যাপার হল, এই চুক্তির মাধ্যমে সুযোগ রয়েছে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থানের।

জানা গিয়েছে যে, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড্যান তেহানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরেই পীযূষ গোয়েল জানিয়েছেন, নতুন এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগের পরিমান একলাফে বেড়ে যাবে অনেকটাই। এছাড়াও, বিপুল পরিমানে (১০ লক্ষ) চাকরির সুযোগ তৈরি হওয়ার প্রসঙ্গও উপস্থাপিত করেন তিনি।

এই প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেছেন, ”আমরা আশা করছি যে, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যেই দেশে ১০ লক্ষ চাকরির সুযোগ বাড়বে। এছাড়াও, ভারতীয় শেফ ও যোগ প্রশিক্ষকদের জন্য এবার নতুন নতুন সুযোগও তৈরি হবে।” শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে লাভবান হওয়ার পাশাপাশি এই চুক্তির মাধ্যমে বিনিয়োগের পরিমানও দ্বিগুণ হয়ে তা ২৭ বিলিয়নের পরিবর্তে এবার ৪৫-৫০ বিলিয়ন ডলার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

গত শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়।

গুরুত্বপূর্ণ এই চুক্তি সম্পর্কে নিজের মতামতও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে তিনি বলেন, ”আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির ফলে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব।” পাশাপাশি, পারস্পরিক সহায়তার জায়গাটিকে আরও মজবুত করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও, পেশাদার ও পর্যটকদের ক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের পথটি এই চুক্তির মাধ্যমে আরও সম্প্রসারিত হবে বলেও দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

WhatsApp Image 2022 04 02 at 7.12.10 PM 1

পাশাপাশি, ভারত ও অস্ট্রেলিয়ার এই বাণিজ্যিক চুক্তি নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও। তিনি জানিয়েছেন, ”এই চুক্তি বিশ্বের দ্রুততম অর্থনীতির দরজা খুলে দেবে অস্ট্রেলিয়ার কৃষক ও উৎপাদক এবং অন্যান্যদের জন্য।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর