বাংলা হান্ট ডেস্ক : সাধে কি বলে বীরভূমের দাপুটে রাজনীতিবিদ৷ লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে শাসক শিবিরের দাপট অব্যাহত রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন তিনি, চ্যালেঞ্জ নিয়ে এ বার বীরভূমের নানুরে স্বরূপের এলাকা থেকে তিন বিজেপি কর্মীকে দলে টানলেন তিনি৷ নিহত স্বরূপ গড়াইয়ের এলাকা থেকে তিনশ জন বিজেপি কর্মীকে তৃণমূলে আনার রেকর্ড গড়লেন বীরভূমের অনুব্রত মণ্ডল৷ যে বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের মৃত্যু নিয়ে এত কাণ্ড করল পদ্ম শিবির তার পরেও সেই স্বরূপ গড়াইয়ের এলাকার মানুষই ভরসা রাখলেও রাজ্যের শাসক শিবিরের উপর৷
রবিবার বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের পাশে বসে নিহত স্বরূপ গড়াইয়ের স্ত্রী সোজা সাপটা ঘোষণা করেছেন তিনি ও তাঁর পরিবারের সকল সদস্যরা প্রথম থেকেই তৃণমূল শিবিরের পক্ষে৷ এমন কি বিজেপি নেতা হিসেবে পরিচয় দিয়ে যে স্বরূপ করায় কে নিয়ে এত কাণ্ড করল বিজেপি সেই স্বরূপ গড়াই ও প্রথম থেকেই তৃণমূলের হয়েই ছিলেন৷ তাই বিজেপি তাঁর দেহ নিয়ে নোংরা রাজনীতি করেছে বলেই দাবি অনুব্রত মণ্ডলের৷ রবিবার সেই একই দিনে শয়ে শয়ে বিজেপি কর্মীরা বাস পাড়া অঞ্চলের তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন৷
উল্লেখ্য যে ভাবে স্বরূপ গড়াইয়ের খুন হওয়া নিয়ে বার বার শাসক শিবিরকে দোষারোপ করেছে গেরুয়া বাহিনী তাতে তৃণমূলের তিনশ কর্মী যোগদান করা আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে৷ কিন্তু বিজেপি আবার তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে৷ বিজেপি নেতা অনুপম হাজরা তৃণমূল হিংসার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন৷