মঙ্গলের পর বুধেও অনুব্রতকে তলব CBI-র, হাজিরা এড়াতে পারেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা

বাংলাহান্ট ডেস্ক : সময়টা বড়ই খারাপ চলছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। সাম্প্রতিক কালে বগটুই গণহত্যার মতো দগদগে ক্ষত রাজনীতির ময়দানে কোণঠাসা করে ফেলেছে একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্টকে। অন্যদিকে শারীরিক অবস্থার অবনতির জন্য দীর্ঘদিন হল আশ্রয় নিয়েছেন এসএসকেএম-র উডবার্ন ব্লকে। এর সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো এসে জুটেছে সিবিআই। শমন পাঠাচ্ছে মাঝেমাঝেই।

মঙ্গলবারের পর এবার বুধবারও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার অনুব্রতকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তলব করেছিল সিবিআই। বুধবার তাঁকে ফের গরু পাচার মামলায় তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের মতো বুধবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে হাজির নাও থাকতে পারেন অনুব্রত। অনুব্রতর আইনজীবী তাঁর অসুস্থতার কথা সিবিআইকে লিখিত ভাবে জানাবেন বলেও জানা গিয়েছে।

এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসার সময় অনুব্রত মণ্ডলকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সেই নির্দেশই অনুব্রতর আইনজীবী সিবিআইকে জানাতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

anubrata 7

এই প্রসঙ্গে উল্লেখ্য, অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে মঙ্গলবার হাজির না থাকলেও তাঁর আয়ের হিসেব চেয়ে আয়কর দফতরের কাছে নোটিশ পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আয়ের হিসাবও চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের এই তিন প্রভাবশালী নেতার কাছে সিবিআই অনেক আগেই তাঁদের আয়ের নথি চেয়ে পাঠিয়েছিল। ইতিমধ্যে বেশ কিছু নথি জমাও দেন তাঁরা। সূত্রের খবর, এই দুই নথি মিলিয়ে দেখার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ করেছেন। তাঁদের আয় সংক্রান্ত নথিতে কোনও রকম অসঙ্গতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখতে চাইছে সিবিআই।


Sudipto

সম্পর্কিত খবর