বড়সড় দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়, আহত ৫ মহিলা নিরাপত্তারক্ষী, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সন্ধ্যেয় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কনভয়ে থাকা একটি গাড়ি সরাসরি গিয়ে একটি বিদ্যুতের খুঁটির মধ্যে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৫ জন মহিলা নিরাপত্তারক্ষী আহত হন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বোলপুর মহকুমা হাসপাতালে তাঁদের ভরতি করানো হয়েছে। তবে যেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে, তখন গাড়িতে ছিলেন না বীরভূমের দাপুটে নেতা।

দু’দিন আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন হওয়া তৃণমূল নেতা অসীম দাসের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুব্রতবাবু। সেখানে নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখান থেকে ওনার কনভয়ে থাকা একটি গাড়ি সিউড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই গাড়িটি সোনাঝুরিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মারে।

ওই গাড়িতে পাঁচজন মহিলা নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁরা সকলেই আহত হন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। আহতদের তৎক্ষণাৎ বোলপুরের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর