শেষমেষ ফুলকপি দিয়ে প্রোপোজ! ‘শ্রীময়ী’র কপি ‘অনুপমা’র কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসার ‘শ্রীময়ী’ (Sreemoyee) শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু স্টার প্লাসের ‘অনুপমা’ (Anupama) এখনো বহাল তবিয়তে চলছে। আর শুধু চলছেই না, রীতিমতো ভাল টিআরপিও আনছে। শ্রীময়ীর অনুকরণেই গৃহবধূর গল্প নিয়ে শুরু হয়েছে অনুপমা। স্বামীর প্রেম না পেলেও পুরনো প্রেমিককে আবার ফিরে পেয়েছে সে। সিরিয়ালে এন্ট্রি নিয়েছে অনুজ কাপাডিয়া ওরফে গৌরব খান্না।

বাংলা শ্রীময়ীর রোহিত সেনের অনুকরণে তৈরি হয়েছে অনুজ কাপাডিয়া চরিত্রটি। অনুপমা ও অনুজের অনস্ক্রিন রসায়ন ইতিমধ‍্যেই মন জিতে নিয়েছে দর্শকদের। একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন দুজনে। টিআরপি ভাল তোলার জন‍্য প্রতিটি পর্বেই অনুপমা অনুজের মধ‍্যে কোনো না কোনো রোম‍্যান্টিক দৃশ‍্য থাকবেই।


সিরিয়ালের সাম্প্রতিক পর্বে ফুলকপি দিয়ে অনুপমাকে প্রোপোজ করতে দেখা গিয়েছে অনুজকে। হাঁটু মুড়ে বসে একটি ফুলকপি এগিয়ে দিয়ে তাঁর বক্তব‍্য, “কম টাকার প্রেমের গল্পে এমনি ফুল দেওয়া হয়।” পর্ব দেখে সোশ‍্যাল মিডিয়ায় হাসির বন‍্যা বয়ে গিয়েছে।

একজন লিখেছেন, মধ‍্যবিত্ত পরিবারে এভাবেই প্রেম নিবেদন করা হয়। আরেকজন মজা করে লিখেছেন, চরম ব‍্যবসায়িক বুদ্ধি। ফুল পেয়ে প্রেমিকা খুশি। আবার ওই ফুল দিয়েই রাতে তরকারি হবে। এক ব‍্যক্তি লিখেছেন, অনুজ মধ‍্যবিত্ত হলেও মাথায় বুদ্ধি যথেষ্ট রয়েছে।


প্রসঙ্গত, কয়েক মাস আগেই পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন অনুপমা চরিত্রাভিনেত্রী রূপালী। আগে নাকি প্রতি পর্বের জন‍্য দেড় লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন তিনি। সিরিয়ালের জনপ্রিয়তা বাড়তেই হাত লম্বা হয়েছে রূপালীরও। পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে সোজা ৩ লক্ষ টাকা করে দিয়েছেন  অভিনেত্রী।

তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে হিন্দি ছোটপর্দার প্রথম সারির অভিনেতাদের থেকেও তাঁর পারিশ্রমিক বেশি। এমনকি রাম কাপুর, রণিত রায়ের মতো অভিনেতাদের থেকেই বেশি টাকা নিচ্ছেন রূপালী। সিরিয়ালের অন‍্য দুই অভিনেতা অভিনেত্রী সুধাংশু খান্না ও গৌরব খান্নাও দেড় লক্ষ করে পারিশ্রমিক পান এক একটি পর্বের জন‍্য।

সম্পর্কিত খবর

X