সমাজের অবহেলিত নারীদের পাশে অনুশ্রী মুখার্জী

বাংলাহান্ট-বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। এই উৎসবে দুস্থ নারীদের মুখের হাসি ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হলেন সমাজসেবী অনুশ্রী মুখার্জি ।

অনুশ্রী অপর পরিচয় হলো তিনি ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় প্রোগ্রাম কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ সেল)। মহালয়ার দিন তিনি হাওড়ার পাঞ্চলায় শতাধিক মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করেন । জন সংযোগ অভিযানে অনুশ্রী, মহালয়ার দিন সকাল সাড়ে আটটা থেকে রাত অবধি ঐ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরন করেন।

Screenshot 2019 0929 151513

অনুশ্রী মুখার্জী বলেন ” প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর জন‍্যই তার এই উদ্যোগ। তিনি আরো জানান,” সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষ যারা আর্থিক স্বাচ্ছন্দ্যতার না থাকার কারণে , পুজোতে নতুন পোশাক কিনতে পারে না,তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। সমাজের গরীব মানুষের জন্য যদি আরো ভালো কাজ আগামীদিন করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।” এই কাজে অনুশ্রীকে যোগ্য সহযোগিতা করেন তার স্বামী রঞ্জন মুখার্জি।

ভারতীয় জনতা পার্টি যেভাবে সারা ভারতবর্ষজুড়ে মানুষের কল্যাণে নিয়োজিত হচ্ছেন সেই রকমই ভাবে ভারতীয় জনতা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অনুশ্রী মুখার্জি ও গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন ।

Screenshot 2019 0929 151533

তিনি শুধু পুজোতে গরিব মহিলাদের কাপড় দিয়েই তার এই জনসংযোগ অভিযান শেষ করবেন না বলে জানিয়েছেন অনুশ্রী । এর আগেও তিনি এবং তার সংগঠন সুচেতনা, হাওড়া অঞ্চলে যুবক যুবতী কম্পিউটারে প্রশিক্ষিত হয়ে চাকরির পরীক্ষায় উন্নত হতে পারে, তার জন্য একটি ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র, স্থাপন করেছেন । এছাড়াও গরিব মেয়েদের স্বরোজগার করে তোলার জন্য ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন তিনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর