অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তুখোড়! এই টুকু বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে জিতল সোনার পদক

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন শিশুশিল্পী হলেন অনুমেঘা কাহালী (Anumegha Kahali)। পর্দায় ‘মিঠাই’ (Mithai)-এর  মেয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি এই সিরিয়াল শেষ হওয়ার পর ‘হরগৌরী পায়েস হোটেল’ (Horogouri Pice Hotel) ধারাবাহিকে অভিনয় করেও দর্শকদের বিরাট ভালোবাসা পেয়েছেন তিনি। অভিনয় করে ফেলেছেন জনপ্রিয় মিঠুন চক্রবর্তী অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা ‘কাবুলিওয়ালা’।

মিঠাই খ্যাত অনুমেঘা কাহালী (Anumegha Kahali)-র ঝুলিতে নতুন সাফল্য

এই সিনেমায় অভিনয় করে ইতিমধ্যেই বিরাট সাফল্য এসেছে অনুমেঘার (Anumegha Kahali) ঝুলিতে। নিজের অভিনয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। এতটুকু বয়সেই  ‘কাবুলিওয়ালা’ সিনেমার মিনি চরিত্রে অভিনয় করেই টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা শিশু শিল্পী হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছেন অনুমেগা।

   

সম্প্রতি এই খুদে অভিনেত্রী নিজের মা ঋতুপর্ণা কাহালির সাথেই এসেছিলেন জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। সেখানেই খুদের সাথে আড্ডা জমে উঠেছিল সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই  এদিন কথায় কথায় জানা যায় শুধু তুখোড় অভিনয়ই নয় পাশাপাশি পড়াশোনাতেও দারুন মেধাবী এই অভিনেত্রী।

আরও পড়ুন: একফ্রেমে কিম-মমতা! অনন্ত-রাধিকার বিয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে সে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে  ক্লাস থ্রি-তে পড়ছে। এখানেই শেষ নয়, এইটুকু বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে সোনার পদক জিতে গোটা পরিবারের মুখ উজ্জ্বল করেছেন অনুমেঘা। তবে এদিন অনুমেঘার মা ঋতুপর্ণা জানিয়েছেন এই সার্টিফিকেট তার ক্লাস টু-এর। কিন্তু শুটিংয়ের জন্যই নাকি বেশ কয়েক মাস অনুমেঘা  স্কুলে যেতে পারেনি।

আর এই কারণেই নাকি এতদিন পর এসেছে তাঁর সেই মেডেল আর সার্টিফিকেট। যা থেকে জানা যাচ্ছে, স্কুল লেভেল সায়েন্স অলিম্পিয়াডে তার ইন্টারন্যাশনাল র‍্যাঙ্ক ৮৮, রিজিওনাল র‍্যাঙ্ক ৭৪, জোনাল র‍্যাঙ্ক ৫২, স্কুলের র‍্যাঙ্ক ৪। প্রসঙ্গত মিঠাই খ্যাত এই অভিনেত্রী নাচেও কিন্তু দারুন পারদর্শী। এখন থেকেই সোশ্যাল মিডিয়াতেও  দারুন ফ্যান ফলোয়িং রয়েছে অনুমেঘার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর