কেষ্ট গ্রেফতারির বর্ষপূর্তি! নিজে হাতে গুড়-বাতাসা বিলি ভাইপো অনুপমের, হইহই বিশ্বভারতীর সামনে

বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগে সিবিআই গত বছর রাখি পূর্ণিমার দিন গ্রেফতার করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। অনুব্রত এখনও রয়েছেন তিহাড় জেলে। বিজেপি নেতা অনুপম হাজরা বুধবার রাখি পূর্ণিমার দিন পালন করলেন অনুব্রতর ‘গ্রেফতারি বার্ষিকী।’

বুধবার বিশ্বভারতীর সামনে গুড়-বাতাসা বিলিয়ে অভিনব ভাবে প্রচারের আলোয় এলেন অনুপম হাজরা (Anupam Hazra)। বুধবার অনুপম বলেছেন, “একটা সময় অনুব্রত এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। আমরা তাই ওর প্রিয় গুড়-বাতাসা ও নকুল দানা সহযোগে রাখির দিন সবার মধ্যে একতা তৈরির চেষ্টা করলাম।”

   

আরোও পড়ুন : প্রকাশ্যে তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন! তোলপাড় নদীয়ায়, নেপথ্যের কারণটা মর্মান্তিক

তৃণমূল শিবির থেকে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে, “বীরভূমে বিজেপি বলে কিছু নেই। তাই অনুপমরা প্রচার পেতে এসব করছেন।” বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহের সামনে অনুপম হাজরা বুধবার সকালে পালন করেন অনুব্রত মণ্ডলের ‘অ্যারেস্ট এনিভার্সারি।’ সিবিআই গত বছর রাখি পূর্ণিমার দিনই অনুব্রত মণ্ডলকে তার বাসভবন থেকে গ্রেফতার করে।

অনুপম আজ বলেন, “তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অত্যাচার করেছেন বীরভূমের বিজেপি কর্মীদের উপর। তাই তার গ্রেফতারির দিন স্মরণ করে আমরা উদ্বুদ্ধ করছি দলের কর্মীদের। আজ বিজেপির সমর্থকদের মুক্তির দিন। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পূর্ণিমার দিন একতা বৃদ্ধির কথা বলেছেন। আমরা কর্মী-সমর্থকদের একত্রিত করে ইউনাইটেড বোলপুরের বার্তা দিতে চাইছি।”

আরোও পড়ুন : নন্দীগ্রামে ফের জয় বিজেপির, মুখ রক্ষা হল না তৃণমূলের! দিব্যেন্দুকে নিয়ে বাড়ল রহস্য

বুধবার অর্থাৎ রাখি পূর্ণিমার দিন অনুপম হাজরার সাথে বিশ্বভারতীর সামনে জড়ো হন বিজেপি সমর্থকেরা। একে অপরকে রাখি পরান তারা। গুড়-নকুল দানা-বাতাসা সহযোগে চলে মিষ্টিমুখ। প্রসঙ্গত, একটা সময় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাথে বিজেপির অনুপম হাজরার বেশ ভালো সম্পর্ক ছিল। 

1693376867 anubrata

২০১৯ সালের ২৯ এপ্রিল ভোটের সময় তৃণমূল কার্যালয়ে গিয়ে অনুব্রতর পা ছুঁয়ে প্রণাম করেন অনুপম। অনুব্রত দাবি করেন, তার বাড়িতে অনুপম মাছ-ভাত খেয়েছেন। এরপর তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে অনুপম বলেন, “অনুব্রত মণ্ডলের অফিসে গিয়ে মাছ-ভাত খেয়েছি না কি তা ভোগের প্রসাদ ছিল সেটা ভাল করে খতিয়ে দেখা হোক।”

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর