প্রকাশ্যে তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন! তোলপাড় নদীয়ায়, নেপথ্যের কারণটা মর্মান্তিক

বাংলাহান্ট ডেস্ক : ফের শুটআউটের সাক্ষী থাকল রাজ্য। তৃণমূলের (Trinamool Congress) একাংশের বিরুদ্ধে তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন (Murder) করার অভিযোগ। তৃণমূল নেতা সহ দুইজন আহত হয়েছেন এই ঘটনায়। আক্রান্তরা এই ঘটনার পিছনে দায়ী করেছেন দলের গোষ্ঠীদ্বন্দকে।

প্রকাশ্যে এইভাবে গুলি করে খুন করার ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে নদীয়া (Nadia) জেলায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মোহতালি দফাদার নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামের বাসিন্দা। তিনি তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ তৃণমূলের কিছু দুষ্কৃতি তার বাড়িতে হামলা চালায় বুধবার সকালে। দুষ্কৃতীরা ব্যাপকভাবে ভাঙচুর চালায় মোহতালির বাড়িতে।

আরোও পড়ুন : “মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন…”, মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পিছনের আসল কারণ জানেন?

এমনকি মারধর করা হয় বাড়ির সদস্যদের। দুষ্কৃতীরা চালাতে থাকে এলোপাথাড়ি গুলি। মোহতালি দফাদার, তাঁর ছেলে সামজ্জি দফাদার ও ভাইপো মতিয়াজুল দফাদার ব্যাপকভাবে আহত হন এই ঘটনায়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মোহতালি দফাদারের ভাইপোকে।

tmc

 

 

কৃষ্ণনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয় অন্য দুই আহতকে। আক্রান্তদের পরিবার দাবি করেছে, তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূলেরই একাংশ। কিন্তু কী কারণে এই হামলা? পঞ্চায়েত ভোটের পর থেকে আক্রান্তদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল তারা নাকি সহযোগিতা করছেন কংগ্রেসকে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর