‘শেষ পর্যন্ত মন্দিরেও…’, রাঘব-পরিণীতির কাণ্ড দেখে চটে লাল নেট জনতা

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি নায়িকা পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আগামী ২৫ সেপ্টেম্বরই রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। আপাতত সেই নিয়েই মুখর হয়ে রয়েছে পেজ থ্রীর পাতা। তার আগেই মহাকাল মন্দিরে পুজো দিতে পৌঁছালেন পরিণীতি এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)।

এইদিন পরিণীতির পরনে ছিল শাড়ি। ওদিকে রাঘব পরেছিলেন লাল ধুতি ও উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা। গায়ে শাড়ির আঁচল জড়িয়ে পুজোয় বসেছিলেন নায়িকা। তাদের এই সাজ দেখে প্রশংসার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তবে অভিনেত্রী ও তার হবু স্বামী আপ পার্টির নেতার পায়ে চটি দেখেই খেপেছেন অনেকেই‌। চলছে কড়া সমালোচনা।

আসলে পরিণীতি ও রাঘবের যে ছবিগুলি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মন্দিরের মধ্যে চটি পরে প্রবেশ করেছেন। একটা মন্দিরের মধ্যে কীভাবে কেউ চটি পরে ঢুকতে পারে তা নিয়ে চলছে সমালোচনা। কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘চটি পরে কে মন্দিরে যায়, যত ঢ‌ং’। তো কেউ বলছেন, ‘চটি পরে মন্দিরে না ঢোকার নিয়ম এই ধরনের নির্লজ্জ অভিনেতাদের জন্য নয়’। কারও কারও আক্ষেপ, ‘যত নিয়ম শুধু সাধারণ মানুষের জন্য’।

আরও পড়ুন : ‘যারা র‍্যাগিং করে …” এবার যাদবপুর নিয়ে বিস্ফোরক সোহম! তৃণমূল বিধায়কের মন্তব্যে শোরগোল

raghav chadha parineeti chopra 1693050095299 1693050095652

প্রসঙ্গত উল্লেখ্য, রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদ বা হোটেলে গাঁটছড়া বাঁধার পর মোট তিনটি শহরে রিসেপশনের পার্টি রাখতে পারেন এই যুগল। দিল্লির ছেলে রাঘবের বেশিরভাগ আত্মীয়-পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। যে কারণে রাজধানীতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তবে খাস দিল্লির পরিবর্তে রিসেপশন পার্টি থাকছে গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে। তবে তার আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন রাঘব-পরিণীতি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর