‘আমরা জিতলেও সরকার বানাই, হারলেও সরকার বানাই’! বিস্ফোরক দাবি অনুপম হাজরার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারও ফেসবুক লাইভে এসে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) ৷ এদিন তিনি দাবি করেন, ‘বিজেপির একটা ভালো সুনাম রয়েছে। আমরা জিতলে তো সরকার বানাই৷ হারলেও সরকার বানাই ৷’

ছাত্র পরিষদের সভা থেকে ইডি-সিবিআই আবার তৃণমূলের নেতাদের হেনস্তা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরদিনই কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি। মঙ্গলবার এই নিয়েই ফেসবুক লাইভ করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা ৷ সেখানেই তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন৷

অনুপম আরও বলেন ‘এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলত যে ইডি-সিবিআই দিয়ে বিজেপি হেনস্তা করে ৷ কিন্তু আজ মনে হচ্ছে যে ইডি সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনে ৷ গতকাল উনি প্রকাশ্য সভা থেকে কে কে ওঁর দলে চোর তাও বলে দিলেন ৷ তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির নোটিশ পেল।’

অনুপম হাজরা বলেন, ‘তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ জেগে গিয়েছে ৷ এখন তৃণমূলের টিকে থাকাই মুশকিল হয়ে গিয়েছে৷’ এই সরকারের পতন হবে বলেই বিশ্বাস তাঁর। এই কথা বলতে গিয়েই অনুপম দাবি করেন, ‘বিজেপির একটা ভালো রেপুটেশন আছে, আমরা জিতলে তো সরকার বানাই ৷ হারলেও সরকার বানাই ৷’

গত কয়েক বছরে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে বিরোধীদের সরকার ফেলার অভিযোগ উঠে এসেছে বারবার ৷ যা এখন জাতীয় রাজনীতিতে অপারেশন লোটাস নামে পরিচিত। সেই অভিযোগকেই সত্য বলে প্রমাণ করলেন অনুপম। যদিও এই মন্তব্যের ব্যাখ্যা অন্য ভাবে দেন বোলপুরের প্রাক্তন সাংসদ ৷ তাঁর কথায়, বাংলায় তৃণমূল ভোট চুরি করেছিল বলে মানুষ হেরেছে ৷ ইঙ্গিত দিয়েছেন যে অন্য রাজ্যেও এমনটাই হয় ৷

এছাড়াও এদিন তিনি তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেন ৷ তিনি বলেন, এখন বাংলায় দু’টো তৃণমূল ৷ এতদিন মমতা ঘনিষ্ঠ নেতারা জেলে গিয়েছেন ৷ এবার তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ নেতারা জেলে যাবেন৷

X