বাংলা হান্ট ডেস্ক : ফোনে বিজেপি নেতা অনুপম হাজরাকে প্রাণনাশের হুমকির অভিযোগ৷ নিজের নিরাপত্তা নিয়ে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হলেন অনুপম হাজরা৷ একই সঙ্গে বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সাইবার সেলে চিঠি পাঠিয়ে অভিযোগ জানালেন অনুপম হাজরা৷ জানা গিয়েছে 2 অক্টোবর তারিখে রাত প্রায় একটার সময় একটি অজানা নম্বর থেকে অনুপম হাজার ফোনে ফোন আসে৷ ফোনটি তিনি রিসিভ করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়৷ তাই সাইবার সেলে পাঠানো ওই চিঠিতে অনুপম হাজরা অচেনা নম্বরটি লিখে অভিযোগ জানিয়েছেন৷
তবে একবার নয় দ্বিতীয়বার আবারও রাত প্রায় দেড়টা নাগাদ আরও একটি অচেনা নম্বর থেকে অনুপম হাজরার ফোনে ফোন আসে৷ তিনি যখন কলকাতায় ছিলেন ঠিক তখনই ফোনটি এসেছে বলে জানান অনুপম৷ তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি, কলকাতা পুলিশের সাইবার সেলে এই ঘটনার জন্য তদন্তের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা৷ পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে মেলের মাধ্যমেই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে৷
পুজোর মরসুমে এ ভাবে কে বা কারা তাঁকে প্রাণনাশের হুমকি দিলেন? একদিকে যেমন প্রশ্ন উঠেছে তেমনই বিষয়টি কেউ মজার ছলে করেছে কি না তা জানার চেষ্টা চলছে৷ যদিও এই বিষয়ে এখনও অবধি বিজেপি নেতৃত্বদের মুখ খুলতে দেখা যায়নি৷ প্রসঙ্গত এই ঘটনা নতুন কিছু নয় এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এ ভাবে অচেনা নম্বর থেকে প্রাণ নাশ বা অন্যান্য হুমকি পেয়েছিলেন৷ তবে বিষয়টি বেশ জটিল বলেই মনে করছেন অনুপম হাজরা৷